সৌরশক্তির নানাবিধ ব্যবহার
আকাশে উড়বে বিমান, সমুদ্রে জাহাজ, সবই চলবে সৌরবিদ্যুতে৷ বিজ্ঞানীরা তাই ব্যস্ত আছেন লাগসই সৌরবিদ্যুৎ প্রযুক্তি আবিষ্কার নিয়ে৷ ছবিঘরে দেখুন সৌরবিদ্যুতের নানামুখী ব্যবহার৷
কৃষিবান্ধব সৌরবিদ্যুৎ
ক্ষেতের মাচা তৈরি হবে সোলার প্যানেল দিয়ে৷ এ প্যানেল ব্যবহার করে কৃষক একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন করবে, অন্যদিকে এটি জমির জন্য প্রয়োজনীয় ছায়াও সরবরাহ করবে৷ দু’দিক থেকেই ফলদায়ক এ প্রযুক্তি৷
সোলার প্যানেলে ঘরের ছাদ
জার্মানির রাজধানী বার্লিনের বাসিন্দাদের অনেকেই নিজেদের ঘরের ছাদকে বানিয়েছেন সৌরবিদ্যুতের উৎস৷ এ ধারণাটি পুরোপুরি বাস্তবায়ন করা গেলে সেটি অনেক সহজ ও ফলপ্রসূ উপায়ে বিদ্যুৎ উৎপাদন করতে সহায়ক হবে৷ দামও পড়বে কম৷ প্রতি কিলোওয়াট মাত্র ১০ সেন্ট৷
গাড়িতে সোলার প্যানেল
গাড়ি নিয়ে জ্বালানির খোঁজে আপনাকে আর পেট্রোলপাম্প খুঁজতে হবে না৷ চলার সাথে সাথে গাড়ি নিজেই তার প্রয়োজনীয় জ্বালানি নিশ্চিত করবে৷ সোনো মোটরস-এর নতুন প্রযুক্তির এ গাড়িটি ২০১৯ সালেই বাজারে আসার কথা রয়েছে৷
জাহাজেও সোলার প্যানেল
গাড়িতে সোলার প্যানেল বসাতে পারলে সমুদ্রগামী জাহাজে কেন নয়? ইতিমধ্যে সেই কাজও সেরে ফেলেছেন বিজ্ঞানীরা৷ ছোট্ট এ জাহাজটিতে স্থাপিত সোলার প্যানেলটি এটিকে চালানোর জন্য প্রয়োজনীয় শক্তি জোগানোর পাশাপাশি কিছু শক্তি জমিয়েও রাখতে পারে৷
উড়বে বিমানও
জল ও স্থল শেষে এবার চেষ্টা চলছে সৌরশক্তি ব্যবহার করে আকাশে ওড়ার৷ ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালানোর চেষ্টা করা হয়েছে ছবির এ ছোট্ট বিমানটিকে৷ সফলও হয়েছেন বিজ্ঞানীরা৷ তবে যাত্রীবাহী বিমানে এ প্রযুক্তি আরোপ করতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তাঁরা৷
সৌরবিদ্যুতের রিকশা
রিকশার মতো এ বাহনের ছাদটি তৈরি হয়েছে সোলার প্যানেল দিয়ে৷ বাহনটি যতই চলবে, ততই জ্বালানি তৈরি করবে এটি৷ কেনিয়ার নাইরোবির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বানিয়েছেন এই রিকশা৷
বিদ্যুৎ পাবে সবাই
পরিসংখ্যান বলছে, বিশ্বের প্রায় এক বিলিয়ন লোক বিদ্যুৎসেবা থেকে বঞ্চিত৷ সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে সবাইকেই সহজেই বিদ্যুৎসেবার আওতায় আনা যাবে৷ আর তা শুরুও হয়েছে ইতিমধ্যে৷ ছবিতে দেখা যাচ্ছে রুয়ান্ডার বাসিন্দারা নিজেদের বাড়ির ছাদে স্থাপন করছেন সোলার প্যানেল৷