স্টেম সেল গবেষণায় অগ্রদূতদের নোবেল জয়
৮ অক্টোবর ২০১২স্টেম সেল গবেষণায় বিপ্লব এনেছেন বিজ্ঞানী জন গার্ডন এবং শিনিয়া ইয়ামানাকা৷ তাঁদের এক আবিষ্কার মানবদেহের অনেক দুরারোগ্য ব্যাধী নিরাময়ে সাহায্য করতে পারে, সেটা স্পাইনাল কর্ড ইনজুরি বা পারকিনসন্স রোগ – যাই হোক না কেন৷
স্টকহোমের নোবেল কমিটি সোমবার জানিয়েছে, প্রাপ্তবয়স্ক কোষকে বিভিন্ন অঙ্গে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে দুই গবেষককে এ বছর চিকিৎসায় নোবেল প্রদান করা হয়েছে৷ নোবেল কমিটির মতে, এই আবিষ্কার ‘কোষ এবং প্রাণিসত্তার বিকাশ সম্পর্কে আমাদের ধারণায় বিপ্লব এনেছে'৷
গার্ডন এবং ইয়ামানাকা তাঁদের গবেষণার মাধ্যমে একটি প্রাথমিক স্টেম সেল তৈরি করতে চাইছেন, যেটির ‘কর্মপ্রক্রিয়া' গবেষকরা নিজেদের মতো করে নির্ধারণ করে দেবেন৷ এই দুই গবেষকের উদ্দেশ্যে হচ্ছে, প্রাপ্তবয়স্ক কোষ থেকে এসব স্টেম সেল তৈরি করা, যেগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কাজ করতে সক্ষম হবে৷
গার্ডন ইন্সটিটিউটের ওয়েবসাইটে এই বিষয়ে গার্ডন লিখেছেন, ‘‘আমরা একজন প্রাপ্তবয়স্কের কোষ থেকে প্রাথমিক কোষ তৈরির উপায় খুঁজছি৷ আমাদের মূল লক্ষ্য হচ্ছে, একজন প্রাপ্তবয়স্কের কাছ থেকে সচরাচর সংগ্রহযোগ্য কোষসহ সকল ধরনের কোষের বিকল্প সরবরাহ করা৷''
সুইডেনে ব্যস্ত সপ্তাহ
চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার৷ বুধবার রসায়নে নোবেল জয়ীদের সম্পর্কে জানা যাবে৷ আর শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হতে পারে শুক্রবার৷ তবে প্রচলিত যে ধারা, তাতে সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই৷ কিন্তু আশা করা হচ্ছে, বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে৷ এছাড়া অর্থনীতিতে নোবেল জয়ী বা জয়ীদের নাম ঘোষণা করা হবে ১৫ অক্টোবর৷
প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর নোবেল জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ ১৮৯৬ সালের এই দিনে রসায়নবিদ এবং শিল্পপতি, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল মৃত্যু বরণ করেন৷ চলতি বছর অবশ্য নোবেল পুরস্কারের অর্থ আগের চেয়ে ২০ শতাংশ কমানো হয়েছে৷
এআই/ডিজি (এএফপি, ডিপিএ)