1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্টেম সেল গবেষণায় অগ্রদূতদের নোবেল জয়

৮ অক্টোবর ২০১২

চিকিৎসায় নোবেল জয় করেছেন স্টেম সেল গবেষক ব্রিটেনের জন গার্ডন ও জাপানের শিনিয়া ইয়ামানাকা৷ চলতি বছর ঘোষিত প্রথম নোবেল পুরস্কার জয় করলেন তাঁরা৷ আগামী ক’দিনে অন্যান্যক্ষেত্রে জয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি৷

https://p.dw.com/p/16MKz
ARCHIV - Die Bildkombo zeigt den britischen Mediziner John Gurdon (l, undatiertes Handout der Cambridge University) und den japanische Forscher Shinya Yamanaka (undatiertes Handout des Deutschen Krebsforschungszentrums). Wie immer mit Spannung erwartet und vorher von strikter Geheimhaltung umgeben: In Stockholm beginnt an diesem Montag der Reigen der diesjährigen Nobelpreisvergaben. Das Karolinska-Institut gibt als erstes (11.30 Uhr) den oder die Träger des Medizin-Nobelpreises 2011 bekannt. Als Favoriten werden hier unter anderem der Japaner Shinya Yamanaka und der Brite John Gurdon für ihre Erfolge in der Stammzellforschung gehandelt. 2010 erhielt der britische «Vater» der Reagenzglasbabys, Robert Edwards, für seine Technik der künstlichen Befruchtung den begehrtesten Wissenschaftspreis der Welt. EPA/JOHN OVERTON/ DKFZ EDITORIAL USE ONLY pixel
ছবি: picture-alliance/dpa

স্টেম সেল গবেষণায় বিপ্লব এনেছেন বিজ্ঞানী জন গার্ডন এবং শিনিয়া ইয়ামানাকা৷ তাঁদের এক আবিষ্কার মানবদেহের অনেক দুরারোগ্য ব্যাধী নিরাময়ে সাহায্য করতে পারে, সেটা স্পাইনাল কর্ড ইনজুরি বা পারকিনসন্স রোগ – যাই হোক না কেন৷

স্টকহোমের নোবেল কমিটি সোমবার জানিয়েছে, প্রাপ্তবয়স্ক কোষকে বিভিন্ন অঙ্গে ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতি হিসেবে দুই গবেষককে এ বছর চিকিৎসায় নোবেল প্রদান করা হয়েছে৷ নোবেল কমিটির মতে, এই আবিষ্কার ‘কোষ এবং প্রাণিসত্তার বিকাশ সম্পর্কে আমাদের ধারণায় বিপ্লব এনেছে'৷

Nobelpreis Medaille / Alfred Nobel / Overlay-fähig
আগামী ১০ ডিসেম্বর নোবেল জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবেছবি: picture-alliance/dpa

গার্ডন এবং ইয়ামানাকা তাঁদের গবেষণার মাধ্যমে একটি প্রাথমিক স্টেম সেল তৈরি করতে চাইছেন, যেটির ‘কর্মপ্রক্রিয়া' গবেষকরা নিজেদের মতো করে নির্ধারণ করে দেবেন৷ এই দুই গবেষকের উদ্দেশ্যে হচ্ছে, প্রাপ্তবয়স্ক কোষ থেকে এসব স্টেম সেল তৈরি করা, যেগুলো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কাজ করতে সক্ষম হবে৷

গার্ডন ইন্সটিটিউটের ওয়েবসাইটে এই বিষয়ে গার্ডন লিখেছেন, ‘‘আমরা একজন প্রাপ্তবয়স্কের কোষ থেকে প্রাথমিক কোষ তৈরির উপায় খুঁজছি৷ আমাদের মূল লক্ষ্য হচ্ছে, একজন প্রাপ্তবয়স্কের কাছ থেকে সচরাচর সংগ্রহযোগ্য কোষসহ সকল ধরনের কোষের বিকল্প সরবরাহ করা৷''

সুইডেনে ব্যস্ত সপ্তাহ

চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে মঙ্গলবার৷ বুধবার রসায়নে নোবেল জয়ীদের সম্পর্কে জানা যাবে৷ আর শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হতে পারে শুক্রবার৷ তবে প্রচলিত যে ধারা, তাতে সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দিনক্ষণ নেই৷ কিন্তু আশা করা হচ্ছে, বৃহস্পতিবার সাহিত্যে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে৷ এছাড়া অর্থনীতিতে নোবেল জয়ী বা জয়ীদের নাম ঘোষণা করা হবে ১৫ অক্টোবর৷

প্রসঙ্গত, আগামী ১০ ডিসেম্বর নোবেল জয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে৷ ১৮৯৬ সালের এই দিনে রসায়নবিদ এবং শিল্পপতি, ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল মৃত্যু বরণ করেন৷ চলতি বছর অবশ্য নোবেল পুরস্কারের অর্থ আগের চেয়ে ২০ শতাংশ কমানো হয়েছে৷

এআই/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য