স্নোডেনের সঙ্গে জার্মান সাংসদ
১ নভেম্বর ২০১৩মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র কার্যকলাপ সম্পর্কে স্নোডেনের সূত্রে এবং বিভিন্ন পশ্চিমি পত্রিকা মারফত যে সব বিবরণ প্রকাশিত হয়েছে, তা নিয়ে জার্মানিতে চাঞ্চল্য দেখা দিলেও, এনএসএ যে ২০০২ সাল যাবৎ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মোবাইল টেলিফোনে আড়ি পাতছে, এ খবর জার্মান রাজনৈতিক মহলে ব্যাপক উষ্মার সৃষ্টি করে৷
ঘটনাটা জার্মানির অভ্যন্তরীণ রাজনীতির দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ, কেননা ম্যার্কেল এ যাবৎ স্নোডেনের প্রতি কোনোরকম সমর্থন দেখানো থেকে বিরত থেকেছেন – ইতিপূর্বে যে সব দেশ স্নোডেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যান করে, তাদের মধ্যে জার্মানিও ছিল৷ কাজেই আজ সবুজ দলের একজন সাংসদ যখন ম্যার্কেলের ফোনে আড়ি পাতার ব্যাপারে মস্কোয় গিয়ে স্নোডেনের সঙ্গে দেখা করে আসেন, তখন সেটা ম্যার্কেলকে বিব্রত করবে বৈকি৷
৭৪ বছর বয়সি স্ট্র্যোবেলে জার্মান রাজনীতির একটি চোখে পড়ার মতো ব্যক্তিত্ব৷ যে সংসদীয় কমিটি জার্মান গুপ্তচর সংস্থাগুলির কাজকর্ম ও গতিবিধির উপর নজর রাখে, স্ট্র্যোবেলে সেই কমিটির সদস্য৷ ম্যার্কেলের ফোনে এনএসএ-র আড়ি পাতার ব্যাপারে জার্মান সংসদ ১৮ নভেম্বর একটি বিশেষ অধিবেশনে মিলিত হবে৷ উপরন্তু সবুজ দল এবং বামদল একটি প্রকাশ্য তদন্ত দাবি করেছে এবং সেখানে অপরাপর সাক্ষীর মধ্যে স্নোডেনকেও আমন্ত্রণ জানানোর প্রস্তাব দিয়েছে৷
সাক্ষাতের পর স্ট্র্যোবেলে স্নোডেনের সঙ্গে তাঁর নিজের একটি ছবি টুইট করেন৷ জার্মানির এআরডি টেলিভিশন সংস্থার বিবরণে দু'জনের করমর্দনের ছবিও প্রদর্শন করা হয়৷ স্ট্র্যোবেলে এআরডি-কে বলেন, ‘‘(স্নোডেন) পরিষ্কার করে দেন যে, তিনি অনেক কিছু জানেন এবং যতদিন এনএসএ (ম্যার্কেল-এর ফোনে আড়ি পাতার ব্যাপারে) তদন্তে ব্যাঘাত ঘটাচ্ছে....(ততদিন) তিনি জার্মানিতে এসে সাক্ষ্য দিতে রাজি৷ কিন্তু তার শর্তাবলী নিয়ে আলোচনা করতে হবে৷''
মুশকিল এই যে, এর মাত্র কয়েক ঘণ্টা আগে স্নোডেনের ক্রেমলিন-নিযুক্ত আইনজীবী আনাতোলি কুচেরেনা রাশিয়ান সংবাদ সংস্থাদের বলেছেন যে, স্নোডেন রুশ আইন অনুযায়ী রাশিয়ায় বাস করছেন৷ তিনি দেশ ছাড়তে পারেন না কেননা তাহলে তিনি উদ্বাস্তু হিসেবে তাঁর স্বীকৃতি হারাবেন৷ অপরদিকে স্ট্র্যোবেলে দৃশ্যত স্নোডেনকে বলেছেন যে, স্নোডেন মস্কো থেকেই সাক্ষ্য দিতে পারবেন৷
বৃহস্পতিবারেই স্নোডেন সংক্রান্ত আরেকটি খবর দুনিয়াকে সচকিত করে৷ স্নোডেন নাকি শুক্রবার থেকেই একটি বড় রুশ ওয়েবসাইটের হয়ে কাজ শুরু করবেন৷ স্নোডেনের উকিল সেই কোম্পানির নাম না জানালেও, জল্পনা চলেছে যে, ফেসবুকের রুশ বিকল্প বলে পরিগণিত ‘ভিকন্ট্যাক্টে' স্নোডেনের নিয়োগকারী৷ সংস্থাটি থেকে গত আগস্টেই স্নোডেনকে চাকুরির অফার দেওয়া হয়েছিল৷
এসি/এসবি (ডিপিএ, রয়টার্স, এএফপি)