1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে হেফাজত আমির বাবুনগরী

৬ জুলাই ২০২১

লকডাউনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের বাড়ি ঘুরে এলেন হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী৷ ঢোকা কিংবা বের হওয়ার সময় তারা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি৷

https://p.dw.com/p/3w4wU
সোমবার রাত সাড়ে ৮টার দিকে আমির বাবুনগরীকে গাড়িতে করে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন মতে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বাবুনগরীকে একটি গাড়িতে করে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে ঢুকতে দেখা যায়৷ রাত সাড়ে ১০টার দিকে তিনি সেই গাড়িতেই বেরিয়ে আসেন৷

চট্টগ্রাম থেকে আসা বাবুনগরীর সঙ্গে ঢাকায় থাকা হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম জিহাদীও ছিলেন৷ ঢোকার সময় কিংবা বের হওয়ার সময় সাংবাদিকরা কথা বলতে চাইলে তারা কোনো কথা বলেননি৷ কী কারণে বাবুনগরী ও জিহাদি দেখা করতে গেলেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তরফেও কেউ কিছু বলেনি৷ গত ৪ মে নুরুল ইসলাম জিহাদীর নেতৃত্বে হেফাজতের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন৷

তখন তারা সাম্প্রতিক সহিংসতার মামলায় দেশজুড়ে গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন৷ ১৯ এপ্রিলও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন হেফাজতের নেতারা৷

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতায় বিক্ষোভ- হরতাল থেকে হেফাজতে ইসলাম গত ২৬ থেকে ২৮ মার্চ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকাসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়৷পরে পুলিশ হেফাজতের নেতাদের গ্রেপ্তারে অভিযান শুরু করায় অন্তত ৫০ জন নেতাকর্মী শুধু ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতেই গ্রেপ্তার হয়৷ চট্টগ্রামের হাটহাজারীর মামলায় বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইন'আমুল হাসান ফারুকীকেও গ্রেপ্তার করা হয়৷

পুলিশের দাবি, হেফাজত নেতারা রাষ্ট্রক্ষমতা দখলের চূড়ান্ত লক্ষ্য নিয়ে  নাশকতার বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলেন৷

পুলিশের গ্রেপ্তার অভিযানের মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির আগের কমিটি ভেঙে বিতর্কিত কয়েকজনকে বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়৷ নতুন কমিটিতে আমির পদে থাকেন বাবুনগরী৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান