1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতা দিবস উদযাপন

সমীর কুমার দে, ঢাকা২৬ মার্চ ২০১৩

মাথায় পতাকা বেঁধে বাবার সঙ্গে মানিকগঞ্জ থেকে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসেছিল ছোট্ট শিশু চৈতী৷ স্বাধীনতা-মুক্তিযুদ্ধ কিছুই বোঝে না সে৷ তার কাছে প্রশ্ন ছিল কেন ফুল দিতে এসেছো? চৈতীর উত্তর, ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’৷

https://p.dw.com/p/184CX
ছবি: AFP/Getty Images

চৈতীর মতো আরেক শিশু আদিত্য৷ সে ক্লাস থ্রি’তে পড়ে৷ তারও দাবি যুদ্ধাপরাধীদের বিচার৷ শুধু এই ছোট্ট শিশুরাই নয়, এখন সারা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি যুদ্ধাপরাধীদের বিচার৷ তাই মঙ্গলবার স্বাধীনতা দিবসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আরেক দফা শপথ নিল দেশের তরুণ সমাজ৷
 
মঙ্গলবার ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৪২তম বার্ষিকী৷ অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রীসহ সকল শ্রেণি, পেশার মানুষ সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন৷ ফুল দিতে আসা সাধারণ মানুষদের অনেকেই বললেন, নতুন করে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে৷ তাই এবার, স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার শেষ করেই তারা ঘরে ফিরবেন, যতই রাজপথে তাণ্ডব চালাক স্বাধীনতা বিরোধীরা৷ তাতে তাদের আন্দোলন কিছুতেই থামবে না৷ একাত্তরের পরাজিত শক্তি রাজাকার-আল বদরদের প্রতিহত করার দৃঢ় প্রত্যয় এবং যুদ্ধাপরাধীদের শাস্তি কার্যকর করার দাবি সবার মুখে৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন ডয়চে ভেলেকে বললেন, অনেক সময় পার হয়ে গেছে৷ এখন আর পিছু হটার কোনো সুযোগ নেই৷ তাছাড়া, তরুণ প্রজন্ম যেভাবে জেগে উঠেছে তাতে এবার যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করেই তারা ঘরে ফিরবে৷ তিনি স্বাধীনতা বিরোধীদের সামাজিকভাবে প্রত্যাখ্যান করার আহবান জানান৷ বলেন, ‘‘যত বাঁধাই আসুক যুদ্ধাপরাধীদের বিচার শেষ করতেই হবে৷’’

এর আগে মধ্যরাতে স্বাধীনতা দিবসের শুরুতে স্মৃতি সৌধে ফুল দিয়ে জাতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছে পরাধীনতার শৃঙ্খল ছিঁড়তে আত্মদানকারী বীর সন্তানদের৷ সকাল থেকেই সাভারের জাতীয় স্মৃতিসৌধের বেদি ভরে উঠেছে ফুলে ফুলে৷ আর তখন থেকেই সেখানে নেমেছে মানুষের ঢল৷ শিশু থেকে বৃদ্ধ কে যায়নি বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে!
 
সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷ পরে দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন ধানমন্ডির ৩২ নম্বরে৷ রাজধানীতে ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয়৷

২৬ মার্চ দিনটি বাঙালি জাতির জীবনে একই সঙ্গে আনন্দ ও বেদনার৷ স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির প্রতি ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার সেনারা যে বর্বর গণহত্যা চালিয়েছিল, সেই মৃত্যুর বিভীষিকা থেকে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মুক্তিপাগল বীর সন্তানেরা৷ ২৫ মার্চের গভীর রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গ্রেপ্তার হওয়ার আগেই বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন৷ তাঁর ডাকে সাড়া দিয়ে প্রশিক্ষণহীন নিরস্ত্র বাঙালিরা যেভাবে একটি সুশৃঙ্খল, অত্যাধুনিক, সমরাস্ত্রে সজ্জিত সামরিক বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, পৃথিবীর ইতিহাসে এই সংগ্রামের দৃষ্টান্ত বিরল৷ জীবন উৎসর্গ করে শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তির সংগ্রাম শেষে বাঙালি পরাজিত করেছিল পাকিস্তানি হানাদারদের৷ ছিনিয়ে এনেছিল বিজয়৷

এদিকে গান, কবিতা ও স্লোগানে আবারও মুখরিত হয়ে উঠেছে শাহবাগের গণজাগরণ মঞ্চ৷ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার গণজাগরণ মঞ্চের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই জন সমাগম ঘটতে শুরু করে গণজাগরণ চত্বরে৷ মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করার পর গণজাগরণের নেতাকর্মীরা ছুটে যান শাহবাগ চত্বরে৷ জামায়াত-শিবির নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করাসহ ৬ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা৷ এর মধ্যে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ এবং এদের সব ধরনের প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করার দাবি জানিয়ে ২৬ মার্চের মধ্যে তা কার্যকর করার জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছিল গণজাগরণ মঞ্চ৷

Bangladesh Protest gegen Kriegsverbrecher
গান, কবিতা ও স্লোগানে আবারও মুখরিত হয়ে উঠেছে শাহবাগের গণজাগরণ মঞ্চছবি: REUTERS
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য