স্বীকৃতি পেতে তালেবানকে স্পষ্ট বার্তা মাক্রোঁর
৫ অক্টোবর ২০২১‘ফ্রান্স ইন্টার' বেতারে মঙ্গলবার সম্প্রচার হওয়া এক সাক্ষাৎকারে মাক্রোঁ বলেন, তালেবানকে দেয়া বিভিন্ন শর্তের মধ্যে নারীর সমতা, বিদেশি দাতা সংস্থাগুলোকে কাজ করতে দেয়ার অনুমতি ও ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলোকে সহযোগিতা না করার বিষয় অবশ্যই থাকতে হবে৷
‘‘আমি মনে করি আন্তর্জাতিক স্বীকৃতির একটা মূল্য থাকা উচিত৷ এবং আফগান নারীদের সম্মান রক্ষা, পুরুষ ও নারীর মধ্যে সমতা আনার বিষয়টি আমাদের শর্তের মধ্যে থাকা উচিত,'' বলেন মাক্রোঁ৷
রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি২০ সম্মেলনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা আফগানিস্তান নিয়ে কথা বলবো৷ আমাদের বলতেই হবে৷ আমরা ইউরোপীয়রা, মার্কিনিরা, চীন, রাশিয়া, আফ্রিকা, এশিয়া, প্যাসিফিক ও ল্যাটিন অ্যামেরিকার বড় শক্তিরা, আমাদের সবার একটা পরিষ্কার বার্তা থাকতে হবে, এবং সেটা দিয়ে আমরা তালেবানকে স্বীকৃতি দেয়ার জন্য বিভিন্ন শর্ত ঠিক করবো৷''
জেডএইচ/কেএম (রয়টার্স)