1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সড়কে-দোকানে ভিড়, কোন ভবিষ্যতের পথে দেশ

শামীমা নাসরিন
১২ মে ২০২০

সাধারণ ছুটির মধ্যেই শিথিল হচ্ছে বিধিনিষেধ৷ কারখানা-অফিস খুলছে, সড়কে বাড়ছে যান চলাচল৷ ঈদ সামনে রেখে দোকানপাটও খুলছে৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা৷

https://p.dw.com/p/3c7L3
গুলশানে মঙ্গলবার দুপুরে সড়কে বেশ কিছু প্রাইভেট গাড়ি চলতে দেখা যায়ছবি: Shyadul Islam

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে প্রায় দেড় মাস ধরে বাংলাদেশে টানা সাধারণ ছুটি চলছে৷ গত ২৬ মার্চ থেকে সরকার কয়েক ধাপে আগামী ১৬ মে পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়েছে৷ দীর্ঘ এ লকডাউনে সরকারকে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি গুণতে হচ্ছে৷ এ অবস্থায় ধীরে ধীরে অর্থনৈতিক কর্মকাণ্ডে ফিরতে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হচ্ছে৷

বিধিনিষেধ শিথিল করার পরই সারা দেশে সড়কে যানবাহন চলাচল বেড়ে যায়৷ যদিও এখনো সরকার গণপরিবহন চলাচলের অনুমতি দেয়নি৷ ফেসবুক বা টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঢাকার বিভিন্ন সড়কের ছবি দিয়েছেন৷ কেউ কেউ ছবির সঙ্গে বিদ্রুপাত্মক ক্যাপশনও জুড়ে দিয়েছেন৷

আব্দুল মান্নান দীপ্ত নামের একজন নিজের ফেসবুক একাউন্টে মঙ্গলবার সকালে তোলা রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলের একটি সড়কের ছবি দিয়ে লেখেন, ‘প্রচুর লকডাউন চলছে..’৷ তাঁর ওই ছবিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করে মন্তব্য করেন৷ কেউ সাবধান বাণী উচ্চারণ করেন৷

Strassenverkehr in Dhaka
মতিঝিলের মঙ্গলবার দুপুরের চিত্র ছবি: Abdul Mannan Dipto

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজধানী ও বিভিন্ন জেলা শহরের নানা সড়কের এমন অসংখ্য ছবি ভেসে বেড়াচ্ছে৷ ছবিগুলোতে সড়কে যানবাহনের রীতিমত ভিড় দেখা যাচ্ছে৷ লোকজনও স্বাস্থ্যসুরক্ষা বিধি ও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়মের তোয়াক্কা না করেই চলছেন৷

ঢাকার সড়কগুলোতে এখনো বাস চলাচল শুরু না হলেও ব্যক্তিমালিকানার গাড়ি, সিএনজি, মোটরসাইকেল এবং রিকশা অবাধে চলছে৷ কোনো কোনো এলাকায় সড়কে যানজটে দীর্ঘসময় অপেক্ষার অভিযোগও পাওয়া যাচ্ছে৷

এদিকে, ঈদ সামনে রেখে ১০ মে থেকে দেশে বিপণীবিতান খোলার অনুমতি দেয় সরকার৷ সব নির্দেশনা অনুযায়ী সুরক্ষামূলক বেশকিছু শর্ত মেনে বিকাল ৪টা পর্যন্ত বিপণী খোলা রাখা যাচ্ছে৷ যদিও বর্তমান করোনা পরিস্থিতিতে দোকান খোলা নিয়ে মালিকরা দ্বিধায় ভুগছেন৷ তাদের মধ্যে একদিকে যেমন সংক্রমিত হওয়ার ঝুঁকি বেড়ে যাওয়ার আতঙ্ক কাজ করছে, অন্যদিকে ক্রেতা সমাগম হবে কিনা সেটা নিয়েও দ্বিধায় ভুগছেন৷

Strasse in der Altstadt von Dhaka
মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার লালবাগের একটি গলির ছবিছবি: jhumur piya

রাজধানীর দুইটি বড় শপিং মল বসুন্ধরা শপিং সেন্টার ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ নিজেদের বিপণীবিতান না খোলার সিদ্ধান্ত নিয়েছেন৷ নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা সুপার মার্কেটের ব্যবসায়ীদের একটি অংশও দোকান চালু না করার পক্ষে৷

তবে রোববার দোকান খোলার অনুমতি পাওয়ার প্রথম দিন দেশের বৃহৎ পাইকারি বাজার গুলিস্তানের বঙ্গবাজার মার্কেট খোলা হয়েছিল৷ কিন্তু স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে বিকিকিনি না হওয়ায় মঙ্গলবার পুলিশ মার্কেটটি বন্ধ করে দেয় বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ মঙ্গলবার সকালে স্থানীয় ফ্যাশন ব্রান্ড অরণ্য ও ভিআইভিইর ধানমণ্ডির দুটি দোকানও একই কারণে বন্ধ করে দেওয়া হয়৷

রোববার খোলার পরপর ধানমণ্ডির ‘এআরএ সেন্টার’ ও ‘এডিসি ইমপায়ার’ নামে দুটি মার্কেট বন্ধ করে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মানার শর্তে সোমবার তা আবার খুলে দেওয়া হয়েছে৷ নিয়ম না ‍মানায় ফরিদপুর জেলা শহরের সব মার্কেটও আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে৷ 

গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্তের পর মঙ্গলবার পর্যন্ত দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৬৬০ জন হয়েছে৷ মোট মৃত্যু ২৫০৷ বিধিনিষেধ শিথিল হতে শুরু করায় গত দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনও শনাক্তের নতুন রেকর্ড হচ্ছে৷ মৃত্যুও বাড়ছে একই গতিতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য