1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হজ ফ্লাইট ছাড়া বিমানের সব ফ্লাইট বাতিল

২৯ অক্টোবর ২০১০

পাইলটদের লাগাতার কর্মবিরতির কারণে হজ ফ্লাইট ছাড়া শুক্র ও শনিবার বিমানের সব ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স৷ আর তিনদিন আগে শুরু হওয়া এই কর্মবিরতির কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন বিমানের যাত্রীরা৷

https://p.dw.com/p/PrTL
Biman, Bangladesh, Airlines, Dhaka, Strike, Pilot, হজ, ফ্লাইট, বিমান, ঢাকা, বাংলাদেশ
ফাইল ছবিছবি: picture alliance/dpa

তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে৷ তবে অন্যান্য এয়ার লাইন্সের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে৷

বিমানের ব্যবস্থাপনা পরিচালক এয়ার কমোডর জাকিউল ইসলাম বলেছেন, একটি বিশেষ মহল পাইলটদের ইন্ধন দিচ্ছে৷ তিনি পাইলটদের কাজে যোগ দিতে হুশিয়ার করে দিয়ে বলেন, বিমান চলবে তার নিয়মে৷ কোন মহল এর ব্যাঘাত ঘটালে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ এর আগে বিমান কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার আল্টিমেটাম দেয় পাইলটদের৷ সে আল্টিমেটাম শুক্রবার শেষ হচ্ছে৷

কিন্তু পাইলট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন বাসিত মাহতাব জানান, তাদের পাঁচ পাইলটকে বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং ২০শে অক্টোবর থেকে আরো যেসব শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে তা প্রত্যাহার করা হলে তারা আলোচনায় বসবে৷ অন্যথায় তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে৷ তারা কাজেও যোগদান করবে না৷

চাকরির সময় বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের পাইলটরা এই কর্মবিরতি পালন করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য