হরতালের প্রথম দিনে বোমাবাজি
২৯ এপ্রিল ২০১২বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে উদ্ধারে দাবিতে দুই দিনের হরতালের আজ প্রথম দিন সকাল থেকেই পিকেটাররা মাঠে নামেন৷ আর পুলিশ ছিল বেশ সক্রিয়৷ তাই সকালেই নয়াপল্টন এলাকা থেকে পুলিশ বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মীকে আটক করে৷ পরে অবশ্য তাদের ছেড়ে দেয়৷
এছাড়া মহাখালী, শাহীনবাগ, রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷ পিকেটাররা বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে৷ এদিকে বিকেলে বাইরের সড়ক থেকে সচিবালয়ের স্বরাষ্ট্রমন্ত্রণালয় লক্ষ্য করে দুইটি ককটেল ছোঁড়া হয়৷ এর মধ্যে একটি ককটেল সচিবালয়ের ভেতরে স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি পার্কিং এলাকায় বিস্ফোরিত হয়৷ এতে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়৷ আরেকটি ককটেল বাইরের রাস্তায় বিস্ফোরিত হয়৷ এই ঘটনায় অল্প সময়ের জন্য সচিবালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷
হরতাল চলাকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার দেশকে কারাগারে পরিণত করেছে৷ শেষ পর্যন্ত যদি ইলিয়াস আলীকে পাওয়া না যায় তাহলে সরকারকেই এর দায়িত্ব নিতে হবে৷ আর রাজধানীতে হরতাল বিরোধী সমাবেশ ও মিছিলে নেতৃত্ব দেয়ার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন এই হরতালে সাধারণ মানুষের সমর্থন নেই৷ আর এসব করে ইলিয়াস আলীকে উদ্ধার সম্ভব নয়৷
গত সপ্তাহে টানা তিন দিনের হরতালের পর আবার শুরু হল দুই দিনের হরতাল৷ আর এতে সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে৷ নিম্নবিত্ত মানুষ, শিক্ষার্থী, অফিস যাত্রী থেকে সব শ্রেণীর মানুষ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম