1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাথরাস: ধর্ষিত চার বছরের শিশুর মৃত্যু

৭ অক্টোবর ২০২০

হাথরাস এ বার আলোড়িত চার বছরের শিশুর ধর্ষণ নিয়ে। তবে সে ধর্ষিত হয়েছে আত্মীয়ের হাতে। ধর্ষণ ও অত্যাচারের ফলে তার মৃত্যু হয়েছে।

https://p.dw.com/p/3jXPN
ছবি: Jit Chattopadhyay/Pacific Press/picture-alliance

আবার ধর্ষণ। এ বার মাত্র চার বছর বয়সী শিশু। সম্পর্কিত এক দাদার যৌনবিকৃতির শিকার ওই শিশু। দলিত তরুণীর সংঘবদ্ধ ধর্ষণ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাথরাস অগ্নিগর্ভ। উত্তর প্রদেশ আন্দোলিত। সেখানে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রবল ক্ষুব্ধ বিরোধীরা। সুপ্রিম কোর্টও জানিয়েছে, এই ঘটনা বিরল, ভয়ঙ্কর ও মর্মান্তিক। উত্তর প্রদেশসরকারকে ওই ঘটনা নিয়ে হলফনামা দিতে বলেছে সর্বোচ্চ আদালত। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার সামনে এলো এই শিশু-ধর্ষণের ঘটনা।

পুলিশ জানিয়েছে, শিশুটিকে আলিগড়ে মাসির বাড়িতে আটকে রাখা হয়েছিল। ১৫ বছর বয়সী মাসতুতো দাদা তাকে অত্যাচার করে ফেলে রেখেছিল। একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে তাকে দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বাঁচানো যায়নি। 

অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে। জেরার মুখে সে অপরাধ স্বীকারও করেছে। পুলিশ জানিয়েছে, মেয়েটির মাসিও এর সঙ্গে জড়িত। তবে মাসি পলাতক। তাকে ধরতে দুইটি দল গঠন করেছে পুলিশ।

শিশুটির মৃতদেহ দিল্লি থেকে হাথরাসপৌঁছলেই শুরু হয় বিক্ষোভ। পরিবারের লোকেরা মাসিকে গ্রেপ্তার করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পুলিশ এসে প্রতিশ্রুতি দেয়ার পর বিক্ষোভ তুলে নেয়া হয়।

দলিত তরুণীর ধর্ষণ ও মৃত্যু নিয়েই আলোড়িত হয়েছিল হাথরাস। শিশুকে ধর্ষণ সেই আলোড়ন আরো বাড়িয়ে দিয়েছে।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)