1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেট স্পিচ: প্রধান বিচারপতিকে চিঠি ৭৬ আইনজীবীর

২৭ ডিসেম্বর ২০২১

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি ৭৬ আইনজীবীর। হেট স্পিচ দেয়ার জন্য কট্টর হিন্দু নেতাদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি।

https://p.dw.com/p/44rsR
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন ৭৬ জন প্রবীণ আইনজীবী। ছবি: picture-alliance/NurPhoto/N. Kachroo

দুষ্মন্ত দাভে, সলমন খুরশিদ, প্রশান্ত ভূষণ, বৃন্দা গ্রোভার, জয়ন্ত ত্রিপাঠি সহ সুপ্রিম কোর্টের ৭৬ জন সিনিয়ার আইনজীবী চিঠি দিলেন প্রধান বিচারপতি রামান্নাকে। তাদের দাবি, গত ১৭ ও ১৯ ডিসেম্বর দিল্লি ও হরিদ্বারে দুইটি আলাদা অনুষ্ঠান হয়। দিল্লির অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল হিন্দু যুবা বাহিনী এবং হরিদ্বারের অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন নরসিংহানন্দ। দুইটি জায়গাতেই হেট স্পিচ দেয়া হয়। এথনিক ক্লিনসিংয়ের যুক্তি দেখিয়ে মুসলিমদের গণহত্যার কথা বলা হয়।

চিঠিতে নরসিংহানন্দসহ মোট নয়জনের নাম উল্লেখ করা হয়েছে, যারা এই ধরণের হেট স্পিচ দিয়েছেন।

আইনজীবীরা চিঠিতে অভিযোগ করেছেন যে, এটা নিছক হেট স্পিচ নয়, এটা একটা সম্প্রদায়ের বিরুদ্ধে হত্যার খোলাখুলি হুমকি দেয়া। যা ভারতীয় দণ্ডবিধির একাদিক ধারার বিরোধী।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আইনজীবীদের আবেদন, অবিলম্বে তিনি যেন নিজে থেকে মামলাটি হাতে নেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আইনজীবীদের আশা, প্রধান বিচারপতি দ্রুত ব্যাবস্থা নেবেন।

স্ক্রোল জানাচ্ছে, এই দুইটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছিল। দিল্লির অনুষ্ঠানে একটি  টিভি চ্যানেলের প্রধান সম্পাদক ভারতকে হিন্দু রাষ্ট্র করার জন্য বেশ কয়েকজনকে শপথবাক্য পাঠ করিয়েছেন।  হইচই হওয়ার পর পুলিশ গত ২৩ ডিসেম্বর শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক প্রধান জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর বিরুদ্ধে এফআইআর করেছে। কিছুদিন আগে তিনি ধর্মান্তরিত হয়েছেন।

ওয়েইসির বিতর্কিত ভাষণ

এআইএমআইএম নেতা ও সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি সম্প্রতি কানপুরে বলেছেন, ''আমি উত্তরপ্রদেশ পুলিশকে মনে করিয়ে দিতে চাই যে, যোগী চিরদিন মুখ্যমন্ত্রী থাকবেন না, মোদী চিরদিন প্রধানমন্ত্রী থাকবেন না। মুসলমানরা জুলুম ভুলবে না। সেটা মনে রাখবে। অবস্থার পরিবর্তন হবে। তখন কে বাঁচাবে আপনাদের।''

বিজেপি এই ভিডিও নিয়ে প্রবল  হইচই শুরু করেছে। ওয়েইসির দাবি, হরিদ্বারের ঘটনা থেকে নজর সরাতে অপ্রাসঙ্গিকভাবে তার ভাষণের কিছু লাইন তুলে ধরা হচ্ছে। তিনি এই কথা পুলিশি অত্যাচার নিয়ে বলেছিলেন।

লোকমত পত্রিকার রাজনৈতিক সম্পাদক শরদ গুপ্তা ডয়চে ভেলেকে বলেছেন, ''কট্টর হিন্দু সংগঠনগুলি একটা ন্যারেটিভ নিয়ে চলছে। তাতে উত্তরপ্রদেশে ভোটে বিজেপি-সুবিধা পেতেই পারে। তবে ভোটে সুবিধা হোক না হোক তারা কিছুদিন হলো এই ধরণের কথা বলে চলেছে।''

শরদের মতে, ''হেট স্পিচ যারা দিয়েছেন, সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। ব্যবস্থা নেয়া উচিত ওয়েইসির বিরুদ্ধেও।''

জিএইচ/এসজি(এনডিটিভি, লাইভ ল, রিপাবলিক টিভি)