‘হেফাজত ইসলামের বড় ক্ষতি করছে’
৬ মে ২০১৩রবিবার মতিঝিলে হেফাজতে ইসলামের তাণ্ডবের ভয়াবহতা দেখে আঁৎকে উঠেছেন মানুষ৷ ঐ এলাকার ব্যাংক, বিমা, ব্যবসা প্রতিষ্ঠান, আবাসিক ভবন, ফুটপাথের দোকান – কিছুই তাদের হামলার বাইরে থাকেনি৷ তারা আগুন দিয়েছে, লুটপাট চালিয়েছে৷ সরকারি-বেসরকারি পরিবহন পুলে আগুন দেয়ায় কয়েকশো গাড়ি পুড়ে গেছে৷ সোমবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতা এবং মন্ত্রীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷ সাধারণ মানুষ অফিসে এসে পরিস্থিতি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়েছেন৷ হেফাজত কর্মীরা পল্টন থেকে পুরো মতিঝিল এলাকার সড়ক দ্বীপের গাছগুলোও উপড়ে ফেলেছে৷ মতিঝিলকে এখন দেখে মনে হয় এক যুদ্ধবিধ্বস্ত জনপদ৷
মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘‘এরাই ইসলামের নামে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে৷'' তিনি আরও বলেন, ‘‘হেফাজতের সঙ্গে জামায়াত-শিবির যোগ দিয়ে যে তাণ্ডব চালিয়েছে, তা জঙ্গি তৎপরতা ছাড়া আর কিছুই নয়৷ আর বাংলাদেশসহ সারা বিশ্ব দেখলো এই তত্পরতা৷'' তিনি দাবি করেন, ‘‘হেফাজতের আমির আল্লামা আহমদ শফির বয়স ৯০ বছর৷ তিনি ঠিকমতো চোখেও দেখেন না, কানেও শোনেন না৷ তাঁকে ব্যবহার করছে ধর্মব্যবসায়ী একটি গ্রুপ৷ তাঁর নামে তারা তাদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতে মাঠে নেমেছে৷'' কিন্তু দেশের ইসলামপ্রিয় মানুষ তাদের ফাঁদে শেষ পর্যন্ত পা দেবেন না বলে তার বিশ্বাস৷
মাওলানা ফরিদউদ্দিন মাসউদ বলেন, ‘‘এই ধর্ম ব্যবসায়ী গ্রুপ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে৷ তারা শিশু ও কিশোরদের সন্ত্রাসী কাজে ব্যবহার করছে৷ এটা ইসলামের চরম অবমাননা৷'' তিনি হেফাজতকে এসব কাজ বন্ধের আহ্বান জানান৷
এদিকে হামলা এবং ভাঙচুরের ঘটনায় পুলিশ অন্তত ৬টি মামলা দায়ের করতে যাচ্ছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, এই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িতদের কোনভাবেই রেহাই দেয়া হবেনা৷ হাসানুল হক ইনু বলেন, হেফাজতে ইসলাম ধর্মীয় বই-পুস্তক পুড়িয়েছে৷ তারাই ইসলামের অবমাননা করেছে৷ এর জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু দাবি করেছেন, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া হেফাজতকে দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছেন৷
এদিকে বিরোধী ১৮ দলের বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা দাবি করেছেন, মতিঝিলে হেফাজতের অবস্থান ছত্রভঙ্গ করতে গিয়ে যে হামলা চালানো হয়েছে, তাতে ‘সহস্রাধিক' নেতা-কর্মী নিহত হয়েছেন৷ তার দাবি, শত শত লাশ গুম করা হয়েছে৷ তিনি একে ‘গণহত্যা' বলে অভিহিত করেন৷ রাজধানীতে মহানগর পুলিশ সোমবার সভা সমাবেশ নিষিদ্ধ করায় বিএনপি'র নেতৃত্বে ১৮ দল তাদের প্রতিবাদ কর্মসূচি বাতিল করে নয়াপল্টন বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এই ব্রিফিং-এর আয়োজন করে৷ আওয়ামী লীগের নেতৃত্ব ১৪ দলও তাদের প্রতিবাদ কর্মসূচি বাতিল করেছে৷
অন্যদিকে ঢাকার লালবাগ মাদ্রাসায় অভিযান চালিয়েছে পুলিশ৷ এই মাদ্রাসায়ই হেফাজত আমির আল্লামা আহমদ শফি অবস্থান করছিলেন৷ তাঁকে পুলিশ বিমানে করে তার বাড়ি চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছে৷
আর নরায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোমবার হেফাজতের সঙ্গে পুলিশ বিজিবির সংঘর্ষে ২ পুলিশ এবং এক বিজিবি সদস্যসহ ১১ জন নিহত হয়েছেন৷ বিকেলে পরিস্থিতি শান্ত হয়ে আসে৷ বাগেরহাটে নিহত হয়েছেন ১ জন৷