1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত  ইসরায়েলের দুই সেনা

৪ জানুয়ারি ২০২২

উত্তর ইসরায়েলের সমুদ্র সৈকতে মহড়া চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। দুই পাইলট নিহত। আহত এক।

https://p.dw.com/p/456TA
হেলিকপ্টার দুর্ঘটনা
ছবি: JINI/ Xinhua/picture alliance

ইসরায়েলের উত্তর সীমায় ভূমধ্যসাগরে সেনা মহড়া শুরু হয়েছে। মূলত নৌসেনার এই মহড়ায় যোগ দিয়েছে বিমানবাহিনীর অফিসার এবং জওয়ানরাও। ইসরায়েলের সেনার টুইট অনুযায়ী, সোমবার দুই পাইলট জাহাজ থেকে হেলিকপ্টার উড়িয়ে মহড়ায় যোগ দিয়েছিলেন। কিন্তু আকাশে ওড়ার পরেই তাদের হেলিকপ্টার ভেঙে যায়। তাতেই দুইজনের মৃত্যু হয়।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিশেষ কম্যান্ডা এবং ডুবুরিরা। দ্রুত উদ্ধারকাজ শুরু করে তারা। তারাই এক আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বিশেষ বিমানে আহত জওয়ানকে হাসাপাতালে পৌঁছে দেওয়া হয়। হাসপাতাল জানিয়েছে, তার অবস্থা স্থিতিশীল।

ইসরায়েল
ছবি: JINI/ Xinhua/picture alliance

বাকি দুই পাইলটকে বাঁচাতে পারেনি উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ইসরায়েলে তৈরি আতালেফ হেলিকপ্টার চালাচ্ছিলেন তারা। কীভাবে দুর্ঘটনা ঘটল, তা জানতে বিশেষ তদন্ত কমিটি তৈরি হয়েছে। আপাতত মহড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে সামরিক কর্তৃপক্ষ।

এসজি/জিএইচ (এএফপি, রয়টার্স)