1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যাবজ্জীবন কারাদণ্ড

২ জুন ২০১২

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দিল মিশরের আদালত৷ গত বছরের গণবিক্ষোভের সময় বিক্ষোভকারীদের হত্যার সাথে জড়িত থাকার দায়ে শনিবার তাঁর বিরুদ্ধে এই রায় দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/156uD
ছবি: dapd

গত বছরের গণবিক্ষোভ ও সহিংসতার মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন হোসনি মুবারক৷ তবে ক্ষমতা ছাড়ার আগে বিক্ষোভ দমনে বেছে নিয়েছিলেন হত্যা-নির্যাতনের শাসন৷ এতে তাঁকে সহযোগিতা করেন তৎকালীন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা৷ বিক্ষোভকারীদের হত্যার সাথে জড়িত থাকার দায়ে হোসনি মুবারকের তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী হাবিব আল-আদলিরও যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে৷ তবে তৎকালীন ছয় পুলিশ কর্মকর্তা এই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন৷ এছাড়া হোসনি মুবারক এবং তাঁর দুই ছেলে আলা ও গামাল-এর বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা কালগত সীমাবদ্ধতার কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে৷

আদালতে প্রধান বিচারক আহমেদ রাফাত তাঁর দীর্ঘ রায়ে প্রেসিডেন্ট মুবারকের তিন দশকের শাসনামলে মিশরের জনজীবনের একটি করুণ চিত্র তুলে ধরেন৷ এতে উঠে এসেছে সেসময়ে মিশরের মানুষের জীবনযাত্রায় ক্লেশ ও দুঃখ-কষ্টের স্পষ্ট চিহ্ন৷ বিচারক রাফাত তাঁর রায়ে আরো উল্লেখ করেন যে, গত বছর তাহরির চত্বরে বিক্ষোভের সময় মানুষ শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানিয়ে আসছিল৷ কিন্তু তাদের উপর হত্যা-নির্যাতন চালানো হয়৷ উল্লেখ্য, ১৮ দিনের ঐ বিক্ষোভের সময় প্রায় সাড়ে আটশ' মানুষ প্রাণ হারান৷

Urteilsverkündung Hosni Mubarak Ägypten erwartet
হোসনি মুবারককে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়ায় শনিবার তাহরির চত্বরে বিক্ষোভ করেছে মুবারক বিরোধী গোষ্ঠীছবি: Reuters

শনিবার রায় ঘোষণার সময় কালো চশমা পরিহিত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারককে নির্বিকার দেখা গেছে৷ তবে তাঁর দুই ছেলে আলা ও গামালকে বিমর্ষ এবং কান্না ভারাক্রান্ত দেখাচ্ছিল৷ অবশ্য নিরাপত্তা কর্মীদের একজন জানিয়েছেন, রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে হোসনি মুবারককে তোরা কারাগারে নিয়ে যাওয়া হয়৷ সেখানে পৌঁছলে মুবারক কান্নায় ভেঙে পড়েন এবং কারাগারে যেতে অস্বীকৃতি জানান৷ তবে নিরাপত্তা কর্মীরা পরে তাঁকে রাজি করতে সক্ষম হলে তিনি বিমান থেকে নামেন৷ এদিকে, মুবারকের আইনজীবী ইয়াসির বাহার জানিয়েছেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে আবেদন করবেন৷ এই রায় আইনের বিভিন্ন প্রেক্ষিতে ত্রুটিপূর্ণ বলেও উল্লেখ করেন বাহার৷

অন্যদিকে, হোসনি মুবারককে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়ায় শনিবার তাহরির চত্বরে বিক্ষোভ করেছে মুবারক বিরোধী গোষ্ঠী৷ এছাড়া মুসলিম ব্রাদারহুড এক বিবৃতিতে হোসনি মুবারকের পুনর্বিচার দাবি করেছে৷ ব্রাদারহুড'এর মুখপাত্র ইয়াসির আলি দাবি করেছেন, ‘‘রাষ্ট্রীয় কৌঁসুলি বিক্ষোভকারীদের হত্যার দায়ে মুবারককে দায়ী সাব্যস্ত করতে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ হাজির করার ক্ষেত্রে তাঁর দায়িত্ব ঠিকমতো পালন করেননি৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই (এপি, রয়টার্স, এএফপি)

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য