হ্যারি পটার
৪ ফেব্রুয়ারি ২০১২দিন কয়েক আগে ব়্যাডক্লিফ ব্রিটেনের সেলেব্রিটি নিউজ ম্যাগাজিন ‘‘হিট''-কে বলেন যে, তার চরিত্রে অ্যাডিকশনের একটি উপাদান আছে এবং সেটা একটা সমস্যা৷ এবং এই ধরনের মানুষরা নাকি সেই সমস্যাকে লুকিয়ে রাখতে খুবই দড়৷ তার অবস্থা নাকি খুবই খারাপ ছিল, বলেন ব়্যাডক্লিফ, যদিও কোনো খুঁটিনাটি তিনি জানাতে চাননি৷ কিন্তু তিনি প্রচুর পরিমাণে মদ খেতেন এবং তা প্রায় প্রত্যহ, মানে প্রতি সন্ধ্যায় - বলেন ব়্যাডক্লিফ৷
অবশ্য শুটিং চলার সময় তিনি কখনও মদ খাননি৷ নেশা কাটেনি, এমন অবস্থায় সেটে গেছেন৷ কিন্তু কাজ করার সময় কখনো মদ খাননি৷ ‘‘আমি বহু দৃশ্যে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি, সেখানে আমি আসলে নেই - আমার চোখের পিছনে কিছু নেই, আমি মৃত৷'' একজন ২২ বছরের অভিনেতার পক্ষে এ'ধরণের স্বীকারোক্তি বড় কম কথা নয়৷
১১ বছর বয়সে হ্যারি পটার ছবিতে নামভূমিকায় অভিনয় করতে ডাক পড়ে ড্যানিয়েল ব়্যাডক্লিফের৷ তার পরে আসে খ্যাতি, পরিচিতি, অর্থ৷ অথচ তিনি নিজের সম্পর্কে বলেছেন: তার যথেষ্ট আত্মবিশ্বাসের অভাব আছে৷ বহু অভিনেতারাই নিজের ক্ষমতা, নিজের প্রতিভায় পুরোপুরি ভরসা করতে পারেন না৷ ব়্যাডক্লিফও সারাক্ষণ ঐ আত্মদ্বিধায় ভোগেন৷ কিন্তু সেভাবেই নাকি তিনি সবচেয়ে ভালো কাজ করতে পারেন৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই