1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৯ জেলায় তীব্র গরম, শুক্রবার বৃষ্টি হতে পারে

৮ মে ২০২৩

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় সোমবার সকালে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে৷ আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, এটি ঘণীভূত হতে পারে৷

https://p.dw.com/p/4R2UN
বাংলাদেশ গরম
ছবি: bdnews24.com

লঘুচাপটি মধ্য বঙ্গোপসাগরে আসতে পারে ১২ বা ১৩ মে৷ সেসময় এর প্রভাবে বাংলাদেশে কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে৷

সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের ১৯ জেলা ও তিন বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷ আবহাওয়াবিদরা মনে করছেন, গরমের এই তীব্রতা অব্যাহত থাকতে পারে ও আরও বিস্তার লাভ করতে পারে৷

রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগ এবং ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী  জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে৷

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, ‘‘আরও অন্তত তিন দিন তাপপ্রবাহ অব্যাহত থাকবে৷ এছাড়া এ মাসের শেষে আরেকটি তাপপ্রবাহ আসতে পারে৷''

আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷

বাংলাদেশে মে মাসে ২৭৭ দশমিক ৩ মিলিমিটার পর্যন্ত স্বাভাবিক বৃষ্টিপাত ধরা হয়৷

প্রথম সপ্তাহে গত ৪ মে আবহাওয়া অধিদপ্তর ময়মনসিংহে সর্বোচ্চ ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে৷ ওই দিন নরসিংদীতে ৫০, টাঙ্গাইলে ৩৭, নিকলীতে ২৭, সিলেটে ২১, রাজশাহীতে ৪, ঢাকা-খুলনা ও রংপুরে ১ মিলিমিটার এবং বরিশালে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর৷

মাসের প্রথম দিনে কেবল গোপালগঞ্জে ৭ ও খুলনায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়৷ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশালেও সামান্য বৃষ্টি হয়েছে৷

৩ মে সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে ৩৮ মিলিমিটার৷ এছাড়া বরিশালে ২২, নিকলীতে ৮, ঢাকায় ৭, খুলনায় ৬ ও রংপুর ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়৷ ৫ মে নোয়াখালীর মাইজদী কোর্টে সর্বোচ্চ ৫৩ মিলিমিটার এবং সিলেট ও বরিশালে সামান্য বৃষ্টিপাত হয়৷

গত ৬ মে সিলেটে ৩৯ ও ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর৷

জেকে/জেডএইচ (দ্য ডেইলি স্টার)