1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মোট ১১০ জন সাংবাদিক নিহত

২ জানুয়ারি ২০১৬

চলতি বছরে সারা বিশ্বে মোট ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন, বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ৷ তাদের মধ্যে অনেকে যুদ্ধপীড়িত এলাকায় মারা গেলেও, অধিকাংশ প্রাণ হারিয়েছেন তথাকথিত ‘শান্তির' এলাকায়৷

https://p.dw.com/p/1HWAv
Beerdigung von Bernard Verlhac
ছবি: Reuters/Wojazer

গত বছর ৬৭ জন সাংবাদিক কর্মরত অবস্থায় প্রাণ হারিয়েছেন৷ এক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল ইরাক ও সিরিয়া, যেখানে যথাক্রমে ১১ জন ও ১০ জন সাংবাদিক মারা গেছেন৷ তার পরেই আসছে ফ্রান্স, প্যারিসের শার্লি এব্দো হত্যাকাণ্ডের কারণে৷

সারা বিশ্বে আরো ৪৩ জন সাংবাদিক মারা যান এমন পরিস্থিতিতে, যা সবসময় খুব স্পষ্ট নয়৷ এছাড়া ২৭ জন অপেশাজীবী ‘‘নাগরিক সাংবাদিক'' আর সাতজন অন্যান্য মিডিয়া কর্মী প্রাণ হারিয়েছেন, বলে আরএসএফ তাদের বাৎসরিক রিপোর্টে জানিয়েছে৷

রিপোর্টার উইদাউট বর্ডার্স সাংবাদিক হত্যা ও নিপীড়নের ক্ষেত্রে বিশেষ করে ‘‘অ-রাষ্ট্রীয় গোষ্ঠীগুলির'' ক্রমবর্ধমান ভূমিকার কথা উল্লেখ করেছে, যাদের মধ্যে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-ও আছে৷ আরএসএফ বিশেষভাবে উল্লেখ করেছে যে, ২০১৪ সালে যে সব সাংবাদিক নিহত হয়েছিলেন, তাঁদের দুই-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছিলেন যুদ্ধপীড়িত এলাকায়৷ ২০১৫ সালে সেই পরিসংখ্যান উলটে দাঁড়িয়েছে: সাংবাদিকদের দুই-তৃতীয়াংশ নিহত হয়েছেন এমন সব দেশে, যেখানে বাহ্যত শান্তি বিরাজ করছে৷

উত্তর সিরিয়ার আলেপ্পোর মতো শহর সাংবাদিকদের পক্ষে বিশেষভাবে বিপজ্জনক৷ এখানে সাংবাদিকরা বিভিন্ন পক্ষের মধ্যে সংঘাতের বেড়াজালে আটকে পড়ে ‘‘কোল্যাটারাল ড্যামেজ'', অর্থাৎ পারিপার্শ্বিকের শিকার হচ্ছেন৷ ইসলামিক স্টেট, আল-নুসরা ফ্রন্ট বা ফ্রি সিরিয়ান আর্মির মতো ‘‘অ-রাষ্ট্রীয় গোষ্ঠীরা'' সাংবাদিকদের পণবন্দি করছে এবং ক্ষেত্রবিশেষে হত্যা করছে – আইএস যেভাবে জাপানি ফ্রিল্যান্স রিপোর্টার কেনজি গোতোর শিরশ্ছেদ করে৷

আরএসএফ-এর রিপোর্টে ভারতের কথা বলা হয়েছে, যেখানে ২০১৫ সালের সূচনা যাবৎ ন'জন সাংবাদিক নিহত হয়েছেন, তাঁদের অধিকাংশই সংগঠিত অপরাধবৃত্তির সঙ্গে রাজনীতিকদের যোগাযোগ, অথবা বেআইনি খনি চালানো সম্পর্কে রিপোর্ট দেওয়ার কারণে৷ এই হিসেবে ভারত মিডিয়া কর্মীদের জন্য পাকিস্তান কিংবা আফগানিস্তানের চেয়েও মারাত্মক, বলছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷

বাংলাদেশের ক্ষেত্রে ব্লগার হত্যার বিভিন্ন ঘটনা নিয়ে সকলেই চিন্তিত৷ এক্ষেত্রে আরএসএফ-এর অভিমত: ‘‘এই রক্তপাতের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এমন একটি দণ্ড থেকে রেহাইয়ের পরিবেশ সৃষ্টি করেছে, যা নাগরিক সাংবাদিকদের পক্ষে খুবই বিপজ্জনক৷''

এসি/ডিজি (এএফপি, রয়টার্স)

বাংলাদেশে সাংবাদিকদের অবস্থা আদতে কেমন? আপনার জানা ঘটনা আমাদের জানান, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান