২০১৬ সালে যেমন ছিল ক্রিকেট
২০১৬ সালে বাংলাদেশের ক্রিকেটের বড় ঘটনা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়৷ আর বিশ্ব ক্রিকেটের বড় খবর ছিল শেষ ওভারে চমক দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-২০ বিশ্বকাপ জেতা৷
টেস্টে বাংলাদেশের সাফল্য
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট জেতে টাইগাররা৷ অক্টোবরে ঢাকায় অনুষ্ঠিত টেস্টে মেহেদী হাসান মিরাজ আর সাকিব আল-হাসানের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডকে ১০৮ রানে হারায় বাংলাদেশ৷ ২০০০ সালে প্রথম টেস্ট খেলা বাংলাদেশের এটি ছিল অস্টম টেস্ট জয়৷
নতুন তারকা মিরাজ
তরুণ এই ক্রিকেটারের টেস্টে অভিষেক ঘটে ইংল্যান্ডের বিরুদ্ধে৷ দুই টেস্টে তিনি উইকেট নেন মোট ১৯টি৷ প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট৷ পরের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে পান ১২ উইকেট৷ ক্যারিয়ারের প্রথম দুই টেস্টে ৫ উইকেট পাওয়া প্রথম বাংলাদেশি বোলার মিরাজ৷ তাঁর আরেকটি রেকর্ড: বাংলাদেশের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন মিরাজ৷
চার বলে চার ছয় মেরে চ্যাম্পিয়ন
এপ্রিলে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে শেষ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের৷ ক্রিজে ছিলেন কার্লোস ব্রেথওয়েট৷ বেন স্টোকসের করা সেই ওভারের প্রথম চার বল থেকে চারটি ছক্কা মেরে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি৷
দেশের বাইরে সফল দক্ষিণ আফ্রিকা
চলতি বছর বেশিরভাগ শীর্ষ দল তাদের দেশে ভালো ফল করলেও দেশের বাইরে গিয়ে সাফল্য দেখাতে পারেনি৷ তবে ব্যতিক্রম ছিল দক্ষিণ আফ্রিকা৷ অস্ট্রেলিয়ায় গিয়ে তারা ২-১-এ টেস্ট সিরিজ জয় করেছে৷
দিনরাত্রির টেস্ট
ফ্লাডলাইটে একদিনের ম্যাচ প্রথম হয়েছিল ১৯৭৯ সালে৷ তবে প্রথম টেস্টম্যাচ হয় মাত্র গত বছর, অর্থাৎ ২০১৫ সালে৷ এ বছর ফ্লাডলাইটের আলোয় মোট তিনটি টেস্টম্যাচ হয়েছে৷ এর মধ্যে একটি দুবাইতে৷ বাকি দু’টি অ্যাডেলেইড আর ব্রিসবেনে৷ ছবিতে দুবাই টেস্টের দৃশ্য দেখতে পাচ্ছেন৷ ম্যাচটি হয়েছিল পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে৷
ওডিআই ব়্যাংকিংয়ে শীর্ষ অস্ট্রেলিয়া
৯ ডিসেম্বর পর্যন্ত খেলা ম্যাচগুলো হিসেবে ধরে আইসিসি বলছে ব়্যাংকিংয়ে শীর্ষে আছে অসিরা৷ তাদের পয়েন্ট ১২০৷ বাংলাদেশ আছে সাত নম্বরে৷ সংগ্রহ ৯৫ পয়েন্ট৷ তারপর আছে পাকিস্তান (৮৯) এবং ওয়েস্ট ইন্ডিজ (৮৬)৷
টেস্ট ব়্যাংকিংয়ে সবার ওপরে ভারত
বিরাট কোহলির পারফরমেন্সের উপর ভর করে ভারত টেস্ট ব়্যাংকিংয়ে এখন সবার উপরে আছে৷ ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জয় ও নিজের দেশে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়ায় ভারত এখন শীর্ষে৷ বছরের একটা সময় কিছুদিনের জন্য সেই অবস্থানে ছিল পাকিস্তান৷
একদিনের ম্যাচের সর্বোচ্চ স্কোরার
অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার চলতি বছর (ডিসেম্বরের ২০ তারিখ পর্যন্ত) সাতটি সেঞ্চুরি করেছেন৷ ফলে ওডিআইতে ক্রিকেট বিশ্বের আর সবার চেয়ে তাঁর ঝুলিতেই সবচেয়ে বেশি রান ( ২৩ ম্যাচে ১,৩৮৮ রান)৷ তাঁর পরেই আছেন অসি অধিনায়ক স্মিথ (২৬ ম্যাচে ১,১৫৪ রান)৷
টেস্টের সর্বোচ্চ স্কোরার
ছবিটি নিশ্চয় সবার মনে আছে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে হতাশায় ভেঙে পড়া সাব্বিরকে সান্ত্বনা দিচ্ছেন জো রুট৷ তিনিই চলতি বছরে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক৷ ১৭ টেস্টে তিনি ১,৪৭৭ রান করেছেন৷ অবশ্য বাংলাদেশ সফরে ভালো করতে পারেননি রুট৷ দুই টেস্টের চার ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ছিল মাত্র ৯৮ রান৷