২০২০ : করোনা-আতঙ্কের আড়ালে জলবায়ু
প্রায় পুরো বছরই কোভিড-১৯-এর দখলে ছিল৷ জলবায়ু পরিবর্তনের বিষয়টি তেমন গুরুত্ব পায়নি৷ তবু কিছু বিষয়ে দেখা গেছে উন্নতি, আবার কোনো কোনো বিষয় বাড়িয়েছে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বাড়ানোর শঙ্কা৷ ছবিঘরে বিস্তারিত...
জানুয়ারি: পঙ্গপালের হানা
কয়েক বছরের টানা খরার পর পূর্ব আফ্রিকায় মুষলধারে বৃষ্টি হলো আর তারপরই কোথা থেকে যেন ছুটে এলো কোটি কোটি পঙ্গপাল৷ ইথিওপিয়া, কেনিয়া আর সোমালিয়ার ফসল ধ্বংস করে দক্ষিণ আফ্রিকা অঞ্চল হয়ে ইয়েমেন হয়ে এক সময় ভারতেও চলে এসেছিল গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় এই রাক্ষুসে পোকার পাল৷ জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, হঠাৎ পঙ্গপালের এমন বংশবৃদ্ধির মূলে ছিল প্রবল বর্ষণ এবং গরম আবহাওয়াজনিত জলবায়ু পরিবর্তনের প্রভাব৷
ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ায় দাবদাহ
প্রচণ্ড দাবদাহে বিস্তীর্ণ বনভূমি পুড়ে যাওয়ার পর দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে নিভলো আগুন৷ কমপক্ষে ত্রিশজন মানুষ আর তিনশ কোটি বন্য প্রাণী আহত, আবাসছাড়া বা নিহত হয়েছে ভয়ঙ্কর এই দাবদাহে৷
মার্চ : কোভিডে স্বচ্ছ আকাশ
করোনার প্রাদূর্ভাবের কারণে বিশ্বের অর্ধেকেরও বেশি জায়গা তখন লকডাউনে৷ ফলে গ্রিন হাউজ গ্যাসের নিঃসরণ অনেক কমে যায়৷ চীন, ইটালিসহ অনেক দেশের শিল্পাঞ্চলের আকাশও ফিরে পায় স্বচ্ছতা৷
এপ্রিল : পরিবেশবান্ধব অর্থনীতির গুরুত্ব
করোনার কারণে ভেঙে পড়া অর্থনীতি পুনর্গঠনের পরিকল্পনায় পরিবেশবান্ধব অর্থায়নের ওপর জোর দেন আঙ্গেলা ম্যার্কেল৷ তার দেশের মতো বিশ্বের অন্য দেশগুলোও এ বিষয়টিকে গুরুত্ব দেবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেছিলেন জার্মান চ্যান্সেলর৷
মে : নগরজীবনে পরিবর্তনের ছোঁয়া
লকডাউন তুলে নেয়ার পাশাপাশি অনেক দেশে দেখা যায় সামাজিক দূরত্ব মেনে করোনামুক্ত জীবনযাপন নিশ্চিত করার উদ্যোগ৷ কলম্বিয়ার বোগোটায় চালু হয় ১০০ কিলোমিটার (৬২ মাইল)-এর চেয়ে দীর্ঘ সাইকেলের লেন৷
জুন : জার্মানিতে প্লাস্টিকবিরোধী যুদ্ধ
করোনার সময়ে ডিসপোজেবল মাস্ক, গ্লাভস এবং অন্যান্য প্লাস্টিকের পণ্যের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে৷ খুব দ্রুত পরিবেশের ভয়াবহ রকমের দূষন এড়াতে আগেভাগেই সতর্ক জার্মানি৷ ২০২১ সালের জুলাই মাস থেকে প্লাস্টিকের তৈরি বাসন-কোশন, স্ট্র, খাবারের প্যাকেট বা বাক্স ইত্যাদি জার্মানিতে নিষিদ্ধ৷
জুলাই : তেলে-আগুনে কাবু সাইবেরিয়া
গ্রীষ্মের শুরুতেই তেলের কন্টেইনার ফুটো হয়ে ২১ হাজার টন তেল ছড়িয়ে পড়ে সাইবেরিয়ার নদী এবং মাটিতে৷ জরুরি অবস্থা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন৷ ওই বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই বনাঞ্চলে শুরু হয় দাবদাহ৷
আগস্ট : চরম আবহাওয়ার তাণ্ডব
ক্যারিবীয় দ্বীপাঞ্চলে পরপর দুটো হারিকেন, অ্যামাজনে দাবদাহ, দক্ষিণ এশিয়ায় বন্যা- গত জুলাই মাসে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব বেশ টের পাওয়া গেছে৷ হারিকেন লরার প্রভাবে বন্যায় বিপর্যয় নামে ডমিনিকান রিপাবলিকে৷ যুক্তরাষ্ট্র আর পাকিস্তানও ভয়াবহ বন্যা দেখেছে এ মাসে৷
সেপ্টেম্বর : চীনের ঘোষণা
২০৬০ সালের মধ্যে জলবায়ু-নিরপেক্ষ দেশ হওয়ার ঘোষণা দেয় চীন৷ যুক্তরাষ্ট্রে দেখা দেয় প্রচণ্ড দাবদাহ৷ ওরাগন, ক্যালিফোর্নিয়া এবং ওয়াশিংটনের এক অংশে কয়েক মাস ধরে জ্বলে দাবদাহের আগুন৷
অক্টোবর : অস্ট্রেলিয়ায় ডেভিলের ফেরা
পরিবেশবাদী একটি গ্রুপের দাবি, অস্ট্রেলিয়ার মেইনল্যান্ডে তিন হাজার বছরের মধ্যে এই প্রথম তাসমানিয়ান ডেভিলের দেখা পাওয়া গেছে৷ বলা হচ্ছে, সচরাচর দেখা না গেলেও অন্তত ২৫ হাজারের মতো ডেভিল এখনো বেঁচে আছে৷
নভেম্বর : বাইডেনে আশার বসতি
প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন এবং কমলা হ্যারিসের জয় নিশ্চিত হওয়ার দিনে প্যারিস চুক্তি থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণাও দেয় যুক্তরাষ্ট্র৷ তবে বাইডেন জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর, অর্থাৎ আগামী জানুয়ারিতেই প্যারিস চুক্তিতে তার দেশকে ফেরা্নোর উদ্যোগ নেবেন৷
ডিসেম্বর : ইইউর ঘোষণা
দীর্ঘ আলোচনার পর অবশেষে ২০৩০ সালের মধ্যে ১৯৯০-এর তুলনায় শতকরা ৫৫ ভাগ কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা স্থির করে ইউরোপীয় পার্লামেন্ট৷