২০২০ সালে সাফল্যে স্মরণীয় বায়ার্ন
২০২০ সালে বায়ার্ন মিউনিখ পাঁচটি শিরোপা জিতেছে, পাশাপাশি গড়েছে কিছু রেকর্ড৷ কোচ হানসি ফ্লিকের অধীনে প্রথম বছরে বায়ার্নের হাইলাইটস থাকছে ছবিঘরে৷
মাইনৎসে থিয়াগোর মাস্টার ক্লাস
ফেব্রুয়ারির ১ তারিখে হানসি ফ্লিকের তত্ত্বাবধানে প্রথমবারের মতো খেলতে নামে বায়ার্ন৷ মাইনৎসের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় দলটি৷ থিয়াগো আলকানতারা’র অসাধারণ গোল দীর্ঘদিন মনে রাখবেন ফুটবল ভক্তরা৷
ডিটমার হপের প্রতিবাদ...
২৯ ফেব্রুয়ারি হফেনহাইমের বিরুদ্ধে ম্যাচে বায়ার্ন তাদের অসাধারণ নৈপুন্য দেখায়৷ এই ম্যাচে হফেনহাইম হারে ৬-০ গোলে৷ তবে এই ম্যাচটি আলোচিত অন্য কারণে৷ খেলার সময় হফেনহাইমের কোচ ডিটমান হপের উদ্দেশে বায়ার্নের খেলোয়াড়দের কট্টরপন্থি মন্তব্যের প্রতিবাদে এক পর্যায়ে হফেনহাইম মাঠ ছেড়ে চলে যায়৷
টানা ৮
১৬ জুন ভের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে বাভারিয়ান ক্লাবটি বুন্ডেসলিগা জয় নিশ্চিত করে৷ রবার্ট লেভান্ডোস্কির গোলে ৩০তম জার্মান শিরোপা এবং টানা ৮ বার বুন্ডেসলিগার শিরোপা জয়ী হয় দলটি৷
ডাবল ডিলাইট
বুন্ডেসলিগা জেতার তিন সপ্তাহের মধ্যে জার্মান কাপের শিরোপা জেতে বায়ার্ন৷ ফাইনালে বায়ার লেভারকুজেনকে ৪-২ গোলে হারিয়ে মৌসুমে দ্বিতীয় শিরোপার স্বাদ পায় দলটি৷
বার্সাকে নাকানিচুবানি
পর্তুগালে চ্যাম্পিয়ন্সলিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে লজ্জাজনকভাবে হেরে যায় স্প্যানিশ ক্লাব বার্সেলোনা৷ ৮-২ গোলে তাদের উড়িয়ে দেয় জার্মান ক্লাবটি৷ ১৯৪৬ সালের পর এই প্রথম বার্সা ৮ গোল খেলো৷
ইউরোপের রাজা
ঘরোয়া লিগ, ঘরোয়া কাপ এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা এক মৌসুমে জিতলেই ধরা হয় ইউরোপিয়ান ট্রেবল৷ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আগস্টের ২৩ তারিখে পিএসজির মুখোমুখি হয়েছিল বায়ার্ন৷ ১-০ গোলে পিএসজি হেরে যায় বায়ার্ন মিউনিখের কাছে৷ ট্রেবল জেতে বায়ার্ন মিউনিখ৷
কোয়াড্রাপল
বায়ার্নের জন্য ট্রেবলও যথেষ্ট ছিল না৷ ২৪ সেপ্টেম্বর ইউয়েফা সুপারকাপে বুদাপেস্টে সেভিয়ার মুখোমুখি হয় বায়ার্ন৷ সেভিয়াকে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়েছে বাভারিয়ানরা৷ ফলে এক মৌসুমে ‘কোয়াড্রাপল’ বা চার শিরোপা নিশ্চিত করে দলটি৷ সুপার কাপ ফাইনালে বায়ার্নকে জয় এনে দেন স্প্যানিশ ডিফেন্ডার জাভি মার্তিনেজ৷ অতিরিক্ত সময়ে হেড থেকে জয়সূচক গোলটি করেন তিনি৷
ম্যাজিক নাম্বার
বুদাপেস্টে বায়ার্নের জয় ছিল ২৩তম টানা জয়৷ ইউরোপীয় ফুটবলের ইতিহাসে যা রেকর্ড৷ ২০১৪ সাল পর্যন্ত রেয়াল মাদ্রিদের ছিল রেকর্ডটি৷ তবে ২৪তম ম্যাচে আশ্চর্যজনকভাবে হফেনহাইমের কাছে ৪-১ গোলে হেরে যায় বায়ার্ন৷
ইউয়েফা সুপার কাপ
বোরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে মৌসুমের পঞ্চম শিরোপাও জিতে নেয় বায়ার্ন৷ জোসুয়া কিমিচের গোল জয় ছিনিয়ে আনে বায়ার্নের পক্ষে৷
কিং লেভা
রবার্ট লেভানডোভস্কি ২০১৯-২০ মৌসুমে ৩৪টি গোল করেছেন৷ ইউরোপের বড় পাঁচটি লিগে এটাই সর্বোচ্চ গোল৷ চ্যাম্পিয়ন্স লিগে ১৫, নতুন বুন্ডেসলিগা মৌসুমে ১০ গোল এবং তা-ও প্রথম পাঁচ ম্যাচে৷ এটাও একটা রেকর্ড৷ ফিফা বর্ষসেরা ফুটবলারও হয়েছেন এ কারণে৷
ফ্লিক এফেক্ট
এ বছর বায়ার্নের সাফল্যের জন্য বড় প্রশংসা পাওয়ার যোগ্য কোচ হানসি ফ্লিক৷ কোচ হিসেবে যোগ দেয়ার এক বছরেরও কম সময়ে পাঁচটি শিরোপার সাফল্য এলো তার হাত ধরে৷ ফুটবলের ইতিহাসে কোচ হিসেবে যোগ দেয়ার পর এত কম সময়ে এত বড় সাফল্যের ঘটনা আর নেই৷ চলতি বছরে সুপার কাপ, বুন্ডেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান কাপ এবং ইউরোপিয়ান সুপার কাপ জিতেছে বায়ার্ন মিউনিখ৷