1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুব্রত পাল

৩০ জুলাই ২০১২

ভারতের জাতীয় ফুটবল দলের গোলকিপার সুব্রত পাল জার্মানির আরবি লাইপসিশ ক্লাবে অনুশীলন করতে এসেছেন৷ ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি জার্মানির ফুটবল অবকাঠামো, ভারত তথা দক্ষিণ এশিয়ার ফুটবল জগতের নানা দিক তুলে ধরেছেন৷

https://p.dw.com/p/15gGt
ছবি: picture-alliance/ Pressefoto UL

সুব্রত পাল প্রথমেই জানিয়েছেন, অস্ট্রিয়ার ‘রেড বুল' কোম্পানির ভারতীয় শাখার উদ্যোগেই এই সহযোগিতা সম্ভব হয়েছে৷ তবে কলকাতায় তাঁর নিজের ক্লাব প্রয়াগ ইউনাইটেড এফসি ও ভারতের ফুটবল ফেডারেশন এক্ষেত্রে সম্পূর্ণ সহযোগিতা করেছে৷ এই প্রথম জার্মান ফুটবল ক্লাবে কোনো ভারতীয় ফুটবলার অনুশীলন করতে এলেন৷ ‘রেড বুল ইন্ডিয়া'র সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে সুব্রত পালের৷ ভারতের সব খেলোয়াড়দের মধ্যে তারা সুব্রতকেই বেছে নিয়েছে৷

সুব্রতর মতে, বিশ্ব ফুটবলে জার্মানিই সেরা দেশ৷ ভারতের সঙ্গে জার্মানির অবকাঠামোর কোনো তুলনাই করা চলে না৷ শুধু অনুশীলন নয়, ভবিষ্যতে জার্মানির কোনো ক্লাবে খেলার সুযোগ পাওয়া সুব্রতর স্বপ্ন৷ তাঁর মতে, ভারতীয় ফুটবলার'রা যত বেশি বিদেশে খেলবে, তাদের খেলার ততই উন্নতি হবে৷ জার্মানি, ব্রাজিল, পর্তুগাল বা স্পেনের মতো দেশে খেলার অভিজ্ঞতা অর্জন করা উচিত৷ জার্মানিতে খেলা শিখে পারদর্শিতা অর্জন করে সেই ক্ষমতা দেশের হয়ে খেলার সময় প্রয়োগ করতে চান সুব্রত পাল৷ তখন ভারতের জাতীয় দল আরও ভালো খেলে আরও উপরের দিকে উঠে আসতে পারবে৷

Interview Subrata Pal for ONLINE - MP3-Mono

ভারতীয় ফুটবল এখনো কেন এত পিছিয়ে রয়েছে? এই প্রশ্নের উত্তরে সুব্রত পাল প্রথমত অবকাঠামোর দুর্বলতারই উল্লেখ করলেন৷ তবে ভবিষ্যৎ সম্পর্কে তিনি বেশ আশাবাদী৷ তাঁর মতে, বর্তমানে ভারতের ফুটবল ফেডারেশনের কর্মকর্তা খুব ভালো কাজ করছেন৷ বেশ কিছু একাডেমী খোলা হয়েছে৷ স্টেডিয়ামেরও উন্নতি করা হচ্ছে৷ বেসরকারি উদ্যোগও দেখা যাচ্ছে৷ যেমন মেঘালয় রাজ্যে সম্প্রতি ‘প্যানাসনিক একাডেমী' খোলা হয়েছে৷ তাছাড়া ১৩ বছর থেকেই ধাপে ধাপে ফুটবলার গড়ে তোলার উদ্যোগ চলছে৷ সুব্রতর আশা, আগামী ৪-৫ বছরের মধ্যেই ভারতীয় ফুটবলের উন্নতি হবে৷

বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ায় ক্রিকেট'কে ঘিরে যে অর্থ ও আগ্রহ দেখা যায়, পশ্চিমবঙ্গ, গোয়া বা কেরালা ছাড়া ফুটবলের ক্ষেত্রে তেমন আগ্রহ নেই৷ সুব্রত পালের আশা, আগামী বছরের শুরুতেই আইপিএল ক্রিকেট লিগ'এর মতো আইএমজি ফুটবল লিগ শুরু হবে৷ ফুটবল বিশ্বকাপে খেলা বিদেশি খেলোয়াড়দেরও আনার চেষ্টা চলছে৷ প্রতিটি দলে এমন একজন করে খেলোয়াড় ও ‘ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর' হিসেবে একজন বলিউড তারকাকে রাখার পরিকল্পনা রয়েছে৷ এভাবে ফুটবলের প্রতি দর্শকদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা করা হবে৷ মনে রাখতে হবে, ফুটবলই বিশ্বের প্রধান ক্রীড়া৷ মাত্র ৮-১০টি দেশে ক্রিকেট খেলা হয়৷ তাই ফুটবলের সঙ্গে ক্রিকেটের কোনো তুলনাই হয় না বলে সুব্রত মনে করেন৷ ভালো মানের ফুটবল খেলতে পারলে ভারতেও এর জনপ্রিয়তা বাড়বে৷

এমন এক ফুটবল লিগ চালু হলে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার খেলোয়াড়রাও তাতে অংশ নিতে পারবেন কি না, সেবিষয়ে নিশ্চিত নন সুব্রত৷ তবে ব্যক্তিগতভাবে তিনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে আরও নিবিড় যোগাযোগের পক্ষে৷ তাদের সঙ্গে আরও মেলামেশা করে বন্ধুত্ব বাড়লে ফুটবলই উপকৃত হবে, বললেন সুব্রত৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য