অকার্যকর নির্বাচনের স্মার্ট অ্যাপ, কমিশন বলছে সাইবার হামলা
৭ জানুয়ারি ২০২৪সকাল ১০টা, দুপুর ১২টা, বেলা ২টা এবং বিকেল ৪টায় কেন্দ্রের তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে জানানোর কথা প্রিসাইডিং অফিসারদের৷ কিন্তু বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, সকাল ১০টায় তথ্য দেওয়ার পর আর অ্যাপে তথ্য দিতে পারছেন না প্রিসাইডিং অফিসাররা৷
৪ জানুয়ারি নির্বাচন কমিশনের জারি করা একটি পরিপত্রে ভোটের দিন প্রতি দুই ঘণ্টার ব্যবধানে প্রদত্ত ভোটের শতকরা হার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর দল ও আসনভিত্তিক ফলাফল 'স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি' অ্যাপের মাধ্যমে জানানোর কথা৷ কিন্তু ভোটার উপস্থিতি তো দূরের কথা, ভোটগ্রহণ শেষ হওয়ার পাঁচ ঘণ্টা পরও ফলাফলের কোনো তথ্য দেখা যাচ্ছে না অ্যাপটিতে৷
ইসির সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানিয়েছেন, ইউক্রেন ও জার্মানিসহ তিনটি দেশ থেকে নির্বাচন কমিশনের "স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি” নামের অ্যাপে সাইবার হামলা চালানো হয়েছে।
বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ইসি সচিবকে উদ্ধৃত করেছে এইভাবে, "ইউক্রেন, জার্মানিসহ আরেকটি দেশ থেকে এই অ্যাপটিকে স্লো করে দেওয়া হয়৷ আমাদের টিম সারা রাত কাজ করেছে, এখনও করতেছে এটি সচল রাখতে৷ একটু স্লো থাকলেও এখন এটা চলছে৷”
৬ জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে সাইবার হামলা হতে পারে, এমন আশঙ্কায় সব কর্মকর্তাকে সতর্ক করে দিয়েছিল ইসি৷
এডিকে/এফএস