1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অক্টোবর মাসে বিশ্বের জনসংখ্যা সাতশো কোটি ছাড়াবে

১১ জুলাই ২০১১

আজ বিশ্ব জনসংখ্যা দিবস৷ বিশ্বের জনসংখ্যা কত -এই দিনে প্রশ্ন করা যেতেই পারে৷ জার্মান ফাউন্ডেশন ফর ওয়ার্ল্ড পপুলেশন সংস্থা জানিয়েছে, বিশ্বের জনসংখ্যা এই মুহূর্তে ৬৯৭ কোটি, ৩৭ লক্ষ এবং ৬২ হাজার৷

https://p.dw.com/p/11swT
Officegoers brush shoulders as they exit a railway station in Bombay on World Population Day Tuesday July 11, 2000. Presently Bombay is the fifth most populated city in the world and recent United Nations figures predict that Bombay will emerge as the world's second most populated city after Tokyo in the next fifteen years. Bombay will be home to nearly 27.4 million people by 2015. (AP Photo/Sherwin Crasto)
বিশ্বের দেশগুলো অতিরিক্ত জনসংখ্যার কারণে এগিয়ে যেতে পারছে নাছবি: AP

সংস্থা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে এ বছরের ৩১ অক্টোবরের মধ্যে জনসংখ্যা ৭০০ কোটি ছাড়িয়ে যাবে৷ প্রতি সেকেন্ডে তিনটি সন্তান ভূমিষ্ঠ হচ্ছে পৃথিবীতে অর্থাৎ বছরে ৮ কোটি শিশু জন্মগ্রহণ করছে৷ অনেকের আশঙ্কাই বাস্তব রূপ পেতে যাচ্ছে৷ এ বছরের ৩১ অক্টোবরের মধ্যেই বিশ্বের জনসংখ্যা হবে সাতশো কোটির বেশি৷

জনসংখ্যার এই স্ফীতির কোন নেতিবাচক দিক আছে কি? চোখ বন্ধ করে বলা যায় অবশ্যই আছে৷ বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলো অতিরিক্ত জনসংখ্যার কারণে এগিয়ে যেতে পারছে না৷ তৃতীয় বিশ্বের অনেক দেশে দেখা যায় একেকটি পরিবারে আট থেকে থেকে দশটি করে সন্তান৷ আফ্রিকার বেশ কিছু দেশে এই সমস্যা অনেক বেশি তীব্র৷ ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে আফ্রিকার জনসংখ্যা দুই বিলিয়ন ছাড়িয়ে যাবে৷ বিষয়টি চিন্তিত হবার মত কারণ আফ্রিকায় প্রতি চারজনের মধ্যে তিনজনের আয় দিনে দুই ডলারেরও কম৷

Titel: Demonstration vor dem Brandenburger Tor in Solidarität mit den spanischen Protesten Wer hat das Bild gemacht?: Emili Vinagre Wann wurde das Bild gemacht?: 21.05.2011 Wo wurde das Bild aufgenommen?: Pariser Platz, Berlin Bildbeschreibung: Spanische Staatsbürger demonstrieren vor dem Brandenburger Tor in Berlin in Solidarität mit den Protesten in Spanien, wo Teil der Bevölkerung protestiert gegen das derzeitige politische System.
বিশ্বের জনসংখ্যা এই মুহূর্তে ৬৯৭ কোটি, ৩৭ লক্ষ এবং ৬২ হাজারছবি: DW/Vinagre

বেনিনের রাজধানী কোতোনু থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত নাসাটা গ্রাম৷ পিয়ের পোলকা একজন কৃষক৷ তিন স্ত্রী এবং ১৮ জন সন্তান নিয়ে তার পরিবার৷ তবে এতগুলো সন্তানের মুখে ঠিকমত খাবার তুলে দিতে পারেন না তিনি৷ স্কুলে পড়ার খরচ তিনি দিতে পারছেন না৷ বাচ্চারা সারাদিন বাড়িতেই থাকে৷ পিয়েরের বয়স ৬০৷ তার যা উপার্জন তা দিয়ে সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন৷ আক্ষেপের সঙ্গে তিনি বললেন,‘‘এতগুলো মানুষের জন্য প্রতিদিনের খাবার যোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়৷ এত বিশাল পরিবারের দেখাশোনা আমি কীভাবে করবো? প্রতিদিন এ জন্য আমার প্রয়োজন অন্তত তিন হাজার বেনিন ফ্রঁ৷''

Eine schier endlose Schlange von DDR-Fahrzeugen - hauptsächlich Trabis und Ladas - hat sich vor dem Grenzübergang bei Schirnding (Bayern) an der deutsch-tschechoslowakischen Grenze gebildet (Archivbild vom 5.11.1989. Wenige Tage später ist es soweit: Unter dem Druck der Bevölkerung öffnet die DDR am 9.11.1989 ihre Grenzen. Die Mauer hat 28 Jahre nach dem Bau ihren Sinn verloren.
এ বছরের ৩১ অক্টোবরের মধ্যেই বিশ্বের জনসংখ্যা হবে সাতশো কোটির বেশিছবি: picture-alliance/dpa

তিন হাজার ফ্রঁ হল চার ইউরোর কিছু বেশি৷ তা দিয়ে কোনমতে চলা সম্ভব৷ বাচ্চাদের জন্য কাপড়-চোপড় কেনা ছাড়াও স্কুলের খরচ উঠে আসবে এই টাকা থেকে৷ কিন্তু তা হচ্ছে না কারণ এত টাকা পিয়েরের নেই৷ প্রতিটি সন্তান ঘোরাঘুরি করছে ছেঁড়া টি-শার্ট বা শার্ট পরে৷ কারো পায়ে স্যান্ডেল বা জুতো নেই৷ প্রায় অভুক্ত অবস্থায় এরা যে দিন কাটায় তা তাদের রুগ্ন শরীর দেখলেই বোঝা যায়৷

বেনিন সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে এসব মানুষকে সাহায্য করতে৷ অর্থনীতিকে চাঙ্গা করার মূলনীতি হল জনসংখ্যা বিস্ফোরণ ঠেকানো৷ তাই পরিবার পরিকল্পনা গ্রহণের কথা বলা হচ্ছে, মাতৃ মৃত্যুহার এবং শিশুমৃত্যুর হার কমানোর ওপর জোর দেয়া হচ্ছে৷ তা না করলে সার্বিক উন্নয়ন ব্যাহত হবে বইকি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক