1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিচারিকাদের কথা

আরাফাতুল ইসলাম৬ অক্টোবর ২০১৪

অক্টোবরফেস্ট শেষ হয়ে গেছে৷ বরাবরের মতো এবারও ৬ মিলিয়নের বেশি মানুষ মিউনিখে বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবে অংশ নিয়েছেন৷ তাদের বিয়ার পরিবেশনের দায়িত্বে পুরুষদের পাশাপাশি ছিলেন নারীরাও৷

https://p.dw.com/p/1DPWS
Deutschland Oktoberfest in München Bier im Hofbräuhaus
ছবি: dapd

মিউনিখের অক্টোবরফেস্টে প্রতিদিন গড়ে ১২ ঘণ্টা করে কাজ করেছেন একেকজন নারী ওয়েট্রেস৷ এই পুরোটা সময় বলতে গেলে দাঁড়িয়ে কিংবা হেঁটে কাটিয়েছেন তারা৷ আর বহন করেছেন অগুনতি বড় বড় বিয়ারের গ্লাস

মাইক্রোব্লগিং সাইট টুইটারে অক্টোবরফেস্টের ওয়েট্রেস বা পরিচারিকাদের ছবি প্রকাশ করেছেন অনেকে৷ ইংরেজিতে #অক্টোবরফেস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা এসব ছবির সঙ্গে রয়েছে অনেকের অভিজ্ঞতার কথাও৷

টুইটার ব্যবহারকারী ক্রিস্টিয়েন কিরন টুইটারে পোস্ট করেছেন ওয়েট্রেস বালি এবং আনিকার ছবি৷ অক্টোবরফেস্টের ১৮১তম আয়োজনের শুরুর দিন তোলা হয়েছে ছবিটি৷

এএফপি ফটো সাংবাদিক ফ্রিডেরিক জেফার টুইটারে অক্টোবরফেস্টের একটি ছবি পোস্ট করেছেন৷ ছবিতে অক্টোবরফেস্টে বিয়ার পরিবেশনরত এক নারীকে দেখা যাচ্ছে৷

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় বিয়ার উৎসবের এক বিশেষ পোশাক হচ্ছে ডিয়র্নন্ডেল৷ তাই অক্টোবরফেস্টে উপস্থিত ওয়েট্রেসরা যেমন এই পোশাক পরেন, তেমনি যেসব নারী সেখানে যান তাদের পরনেও থাকে জার্মানির ঐতিহ্যবাহী এই পোশাক৷

পুরুষের পাশাপাশি অক্টোবরফেস্টে অংশ নেয়া অনেক নারীও টুইটারে ছবি পোস্ট করেছেন৷ এদেরই একজন এমি টেলর৷ ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘‘আমার মাথার চেয়েও বড় গ্লাস৷''

আর পশুপ্রেমী অ্যাঞ্জেলা লরেন তাঁর সঙ্গিনীর সঙ্গে এই ছবিটি শেয়ার করেছেন #অক্টোবরফেস্ট হ্যাশট্যাগ ব্যবহার করে৷

ডাবলিনের বাসিন্দা ফে মার্সিডিজ মোরান নিজের বিয়ার পানের সক্ষমতা আবিষ্কার করেছেন অক্টোবরফেস্টে৷ টুইটারে সে কথা অকপটে স্বীকারও করেছেন তিনি৷

উল্লেখ্য, অক্টোবরফেস্টের জন্ম জার্মানির বাভেরিয়া রাজ্যের মিউনিখে হলেও এটি এখন আর শুধু জার্মানিতে সীমাবদ্ধ নেই৷ বিশ্বের বিভিন্ন দেশে এই উৎসব ছড়িয়ে পড়েছে৷ বাংলাদেশ এবং ভারতেও অক্টোবরফেস্ট আয়োজন করা হয়৷