1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনন্য পর্বতারোহী, অভিযাত্রী অনিন্দ্য

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১২ জুন ২০১৭

যে পথে কেউ যায় না, সে পথে তিনি যান বারবার৷ বাঁধা মাইনের চাকরি আর নিশ্চিত জীবনের নিরাপত্তা ছেড়ে একদিন অনিন্দ্য পা বাড়িয়েছিলেন হিমালয়ের পথে৷ কারণ, তাঁর প্রথম ভালোবাসা পাহাড়, পর্বতারোহণ৷ সেই প্রথম প্রেমের কাছেই আত্মসমর্পণ করেন অনিন্দ্য৷

https://p.dw.com/p/2eVV8

হিমালয় পর্বতমালায় যাঁরা অভিযানে যান, তাঁদের সহায়ক, পথ প্রদর্শক হিসেবে কাজ করতেন অনিন্দ্য৷ সেটাকেই পেশা বানিয়ে নিয়েছিলেন৷ কিন্তু তাঁর নিজের যে অভিযাত্রী মন, তা বোধহয় সেইটুকুতেই সন্তুষ্ট হতে পারছিল না৷ তাই নিজেই পথে নেমেছেন৷ বিখ্যাত উপন্যাস, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘‌চাঁদের পাহাড়’‌ যে অরণ্য-পর্বতের কথা বলে, সত্যিই যে ‘মাউন্টেন অফ দ্য মুন’-এর কথা বলে, সেই চাঁদের পাহাড়ও দেখে এসেছেন অনিন্দ্য৷ সদ্য সাইকেলে চড়ে পার হলেন সাহারা মরুভূমি৷ তার আগেও একবার পশ্চিম আফ্রিকা অভিযানে গেছেন, সেবারও সাইকেলে৷ এবং প্রতিবার, প্রতিটি দেশ থেকে একই উপলব্ধি নিয়ে ফিরে এসেছেন অনিন্দ্য – সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই৷ দেশ, ধর্ম, সংস্কৃতির বিভেদ বলে আসলে কিছু নেই৷