ই-কমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার নিশা ডয়চে ভেলেকে বলেন, ‘‘আসলে কোরবানি তো আমাদের আবেগের সঙ্গে জড়িত৷ কোরবানির পশু কিনতে অনেকে ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে যান৷ ১০টা গরু দেখে একটা কেনেন৷ এ কারণে আসলে অনলাইনে গরু কেনাবেচায় আগ্রহ কমে যাচ্ছে৷ তারপরও বড় বড় ফার্মগুলো নিজেরাই অনলাইনে বিক্রি করছেন৷ এজন্য আমরা এবার আর ডিজিটাল হাট করিনি৷’’