অনার কিলিং রোধে অনলাইন প্রচারণায় ঘাটতি
২৫ অক্টোবর ২০১৬মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ‘অনার কিলিং' বিষয়ক সবচেয়ে সক্রিয় হ্যাশট্যাগটি হচ্ছে ইংরেজিতে #অনারকিলিং৷ মূলত বিশ্বের কোথাও বর্বরোচিত এই ঘটনা ঘটলে হ্যাশট্যাগটির ব্যবহার দেখা যায়৷ সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিজের কন্যাকে খুন করে আবার অভিভাবক হওয়ায় নিজেই নিজেকে ‘মাফ' করে দেয়ার খবর টুইটারে জানাতে হ্যাশট্যাগটি ব্যবহার করা হয়েছে৷
তবে গত জুলাইয়ে পাকিস্তানের এক আলোচিত অনলাইন সেলিব্রেটি ভাইয়ের হাতে খুন হওয়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল৷ কান্দিল বেলুচকে তাঁর ভাই হত্যা করে৷ এক্ষেত্রে অবশ্য কান্দিলের অভিভাবক পাকিস্তানের আইনের বিতর্কিত মাফ করার সুযোগ কাজে লাগাননি৷ বরং পরিষ্কারভাবেই খুনির বিচার চেয়েছেন৷ একইসঙ্গে মেয়ে কীভাবে পুরো পরিবারের দায়িত্ব হাতে তুলে নিয়েছিল, তাও জানিয়েছেন৷
উল্লেখ্য, পাকিস্তানে অনার কিলিং নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি জার্মানিতেও গত কয়েকবছরে এধরনের হত্যার বেশকিছু ঘটনা ঘটেছে৷ সাধারণত পরিবারের সম্মান রক্ষার নামে একজন নারী বা পুরুষকে পরিবারের সদস্যরাই হত্যা করে৷ বেশিরভাগক্ষেত্রে পরিবারের অপছন্দের কারো সঙ্গে সম্পর্কে জড়ালে কিংবা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে এ ধরনের সহিংসতার শিকার হন কেউ কেউ৷
সংকলন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী