1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনার কিলিং রোধে অনলাইন প্রচারণায় ঘাটতি

২৫ অক্টোবর ২০১৬

সহিংসতার বিরুদ্ধে নানারকম উদ্যোগ দেখা গেলেও সুর্নিদিষ্টভাবে ‘অনার কিলিং’ রোধে অনলাইন প্রচারণার ঘাটতি দেখা যাচ্ছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ঘেঁটে সন্ধান পাওয়া গেছে একটি হ্যাশট্যাগের, যেটি তেমন একটা সাড়া জাগায়নি৷

https://p.dw.com/p/2RZ9U
Symbolbild Ehrenmorde Gewalt gegen Frauen
ছবি: picture-alliance/dpa

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে ‘অনার কিলিং' বিষয়ক সবচেয়ে সক্রিয় হ্যাশট্যাগটি হচ্ছে ইংরেজিতে #অনারকিলিং৷ মূলত বিশ্বের কোথাও বর্বরোচিত এই ঘটনা ঘটলে হ্যাশট্যাগটির ব্যবহার দেখা যায়৷ সাম্প্রতিক সময়ে পাকিস্তানে নিজের কন্যাকে খুন করে আবার অভিভাবক হওয়ায় নিজেই নিজেকে ‘মাফ' করে দেয়ার খবর টুইটারে জানাতে হ্যাশট্যাগটি ব্যবহার করা হয়েছে৷

তবে গত জুলাইয়ে পাকিস্তানের এক আলোচিত অনলাইন সেলিব্রেটি ভাইয়ের হাতে খুন হওয়ার ঘটনা আলোড়ন সৃষ্টি করেছিল৷ কান্দিল বেলুচকে তাঁর ভাই হত্যা করে৷ এক্ষেত্রে অবশ্য কান্দিলের অভিভাবক পাকিস্তানের আইনের বিতর্কিত মাফ করার সুযোগ কাজে লাগাননি৷ বরং পরিষ্কারভাবেই খুনির বিচার চেয়েছেন৷ একইসঙ্গে মেয়ে কীভাবে পুরো পরিবারের দায়িত্ব হাতে তুলে নিয়েছিল, তাও জানিয়েছেন৷

উল্লেখ্য, পাকিস্তানে অনার কিলিং নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি জার্মানিতেও গত কয়েকবছরে এধরনের হত্যার বেশকিছু ঘটনা ঘটেছে৷ সাধারণত পরিবারের সম্মান রক্ষার নামে একজন নারী বা পুরুষকে পরিবারের সদস্যরাই হত্যা করে৷ বেশিরভাগক্ষেত্রে পরিবারের অপছন্দের কারো সঙ্গে সম্পর্কে জড়ালে কিংবা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলে এ ধরনের সহিংসতার শিকার হন কেউ কেউ৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী