অন্ধ্রে কোভিড সেন্টারে আগুন
৯ আগস্ট ২০২০আমদাবাদের পর এ বার বিজয়ওয়াড়া। ফের আগুন একটি কোভিড সেন্টারে। মৃত অন্তত নয়। ২০ জন রোগীকে উদ্ধার করে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার ভোর পাঁচটা নাগাদ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার একটি হোটেলে আগুন লাগে। করোনা-কালে ওই হোটেলটিকে একটি অস্থায়ী কোভিড সেন্টারে পরিণত করা হয়েছে। কম উপসর্গযুক্ত রোগীদের সেখানে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। একটি বেসরকারি হাসপাতাল এই উদ্যোগ নিয়েছিল।
রোববার ভোরে আচমকাই হোটেলটি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অধিকাংশ রোগীই সে সময় ঘুমোচ্ছিলেন। হোটেল কর্তৃপক্ষ দ্রুত দমকলকে খবর দেয়। আধঘণ্টার মধ্যে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। ২০ জন রোগী এবং বেশ কিছু হাসপাতালের কর্মীকে উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে নয় জনের মৃত্যু হয়েছে। কোভিড সেন্টারের ভিতরে আরও কেউ আটকে আছে কি না, তা দেখা হচ্ছে।
ঘটনার পরে টুইট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান প্রধান মন্ত্রী।
প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই হোটেলটিতে আগুন লেগেছিল। তবে তদন্ত এখনও চলছে। হোটেলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থাও খতিয়ে দেখা হবে বলে প্রশাসন জানিয়েছে।
গত সপ্তাহেই আমদাবাদের একটি কোভিড সেন্টারে আগুন লেগেছিল। মৃত্যু হয়েছিল আট জন রোগীর।
এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)