অপারেশন স্টর্ম-২৬: নিহত ৯
২৬ জুলাই ২০১৬পুলিশ জানায়, সোমবার রাত একটার দিকে তারা বিশেষ অভিযানে বের হলে ঢাকার কল্যাণপুর এলাকার পাঁচ নম্বর সড়কের ‘জাহাজ বিল্ডিং' নামে পরিচিত একটি বাড়ি থেকে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে মারা হয়৷ এতে একজন পুলিশ সদস্য আহত হন এবং এক হামলাকারী পালাতে গিয়ে পুলিশর হাতে ধরা পড়ে৷ এরপর র্যাব পুলিশের অতিরিক্ত ফোর্স এসে বাড়িটির চারপাশ ঘিরে রাখে এবং মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অভিযান চালায় যৌথ বাহিনী৷ এক ঘণ্টার সেই অভিযানে ন'জন ‘জঙ্গি' নিহত হয়৷ পালিয়ে যায় একজন৷
তারপর দুপুর নাগাদ চারটি আগ্নেয়াস্ত্র, ২২ রাউন্ড গুলি, ২৩টি গ্রেনেড, কিছু দেশীয় অস্ত্র ও পাঁচ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ৷
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া দুপুরের পর এক সংবাদ সম্মেলনে দাবি করেন, ‘‘যারা নিহত হয়েছে তারা নিশ্চিতভাবেই জঙ্গি৷ এ বিষয়ে আমরা শতভাগ নিশ্চিত৷ আর অভিযানে আমাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি৷''
তিনি বলেন, ‘‘আমাদের তেমন কোনো ক্ষয়-ক্ষতি না হলেও, অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়৷ তবে পরিকল্পনা মাফিক অভিযান পরিচালনা করায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি৷''
তবে সংবাদ সম্মেলনে কমিশনার আছাদুজ্জামান মিয়া অবশ্য সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি৷
তিনি শুধু বলেন, ‘‘গুলশান হামলায় অংশ নেয়া জঙ্গি এবং কল্যাণপুরের জঙ্গিরা একই গ্রুপের সদস্য৷ তাদের বিস্তারিত নাম-ঠিকানা এখনও জানা না গেলেও, এটুকু বলতে পারি যে, তারা উচ্চশিক্ষিত৷'' জানা যায়, গত জুন মাসে বাড়িটির পাঁচতলা ভাড়া নেয় এই ‘জঙ্গিরা'৷ পরিচয় দেয় যে, তারা বাংলা কলেজের ছাত্র৷
এদিকে পুলিশের আইজি একেএম শহীদুল হক জানান যে, নিহতরা জেএমবির সদস্য৷ তারা নিজেদের বলে জেএমবি আর আমরা বলি আইএস৷ তাদের পরনে তথাকথিত ইসলামিক স্টেট বা আইএস-এর মতো কালো পোশাক ছিল৷ এমনকি কালো পতাকা ও পাগড়িও উদ্ধার করা হয়েছে তাদের কাছ থেকে৷
ফরেনসিক বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে লাশ প্রাথমিকভাবে পরীক্ষা করেছেন৷ তবে এবার লাশের ময়নাতদন্ত করা হবে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ রাত নাগাদ লাশ সেখানে নেয়া হতে পারে৷
প্রসঙ্গত, অপারেশন স্টর্ম-২৬ নামের এই অভিযানের সময় প্রায় দুই বর্গ কি.মি. এলাকা ঘিরে রাখা হয়৷ কল্যাণপুর এলকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধও রাখা হয় এদিন৷ এমনকি কয়েকটি সড়কে যান চলাচলও বন্ধ থাকে৷ সেষ পাওয়া খবর অনুযায়ী, এলকাটিতে এখনও তল্লাশী অভিযান অব্যাহত রেখেছে পুলিশ৷