অবরোধেও কর্মব্যস্ত দিন
২ জানুয়ারি ২০১৪
সকাল থেকে যতই সময় গড়িয়েছে, ততই যানবাহন রাস্তায় বেড়েছে রাজধানীতে৷ বাস, মিনিবাস ছাড়াও ব্যক্তিগত যানবাহন চলাচল শুরু করেছে স্বাভাবিকের মতোই৷ শুক্রবার থেকে দূর পাল্লার যানবাহনও পুরোদমে চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা৷
অবরোধ, তাই কাজের খাতিরে মিরপুর থেকে রিকশা নিয়েই কারওয়ান বাজার যাবেন বলে বাসা থেকে বের হন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শামীম আহমেদ৷ কিন্তু মিরপুর ১০ নম্বরে গিয়ে তিনি অবাক৷ গণপরিবহন চলছে আগের মতোই৷ যানজট শুরু হয়েছে রীতিমতো৷ কি আর করা? এরপর তিনি বাসেই চেপে বসেন৷ তবুও ভয় ছিল পথে কোথাও হামলার শিকার হন কিনা৷ কারওয়ান বাজার পৌঁছে তিনি হাফ ছেড়ে বাঁচেন৷ ডয়চে ভেলেকে বলেন, এতদিন অরোধে মিরপুর থেকে আসতে তাঁর রিকশা ভাড়া দিতে হতো ৬০ টাকা৷ আসা-যাওয়ায় ১২০ টাকা৷ তবে বৃহস্পতিবার অন্তত তা লাগলো না৷ তাঁর কথা, ভয় আর নাশকতা না থাকলে এভাবেই নগরবাসী বেরিয়ে আসবেন৷ চলবে যানবাহন৷
নগরীর ব্যস্ততম এলাকা ফার্মগেটে কথা হয় মিনিবাস চালক আব্দুল কাদেরের সঙ্গে৷ তিনি জানান, আর কতদিন ঘরে বসে থাকবেন৷ গাড়ি না চললে মালিক বেতন দেয় না৷ কারণ, তাঁদের বেতন দেয়া হয় দৈনিক ভিত্তিতে৷ তাই বাধ্য হয়েই মালিকের পরামর্শে মিনিবাস বের করেছেন৷ তিনি জানান, তাঁরা সভা করে একত্র হয়ে বৃহস্পতিবার থেকে মিরপুর-মতিঝিল রুটে বাস চালানোর সিদ্ধান্ত নেন৷ ঢাকার অন্যান্য এলাকায়ও একই অবস্থা৷ বেশ কিছিুদিন পর ট্রাফিক পুলিশ যেন কর্মব্যস্ত হয়ে পড়েছে৷ তারা যানবাহন সামলাতে আগের মতোই হিমশিম খাচ্ছেন৷
যাঁরা অবরোধের শহরে ফাঁকা রাস্তায় রিকশা চড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলেন, তাঁরাও যানজটে পড়ে হতাশ৷ মোটর সাইকেল আরোহীরা যানজট এড়িয়ে দ্রুত যাওয়ার জন্য আগের মতো ফুটপাতে উঠেছেন৷ অটেরিকশাও চলছে যথারীতি৷
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ ডয়চে ভেলেকে জানান, গাড়ি না চালিয়ে তাঁদেও উপায় নেই৷ তাই বাধ্য হয়ে তাঁরা রাস্তায় গণপরিবহন নামিয়েছেন৷ তা নাহলে অনেক পরিবহন কোম্পানিই ঋণের দায়ে বসে যাবে৷ তিনি জানান, দূর পাল্লার বাস এখনো তেমন চলাচল শুরু করেনি৷ তবে শুক্রবার থেকে পুরোদমে দূর পাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা৷ ঢাকায় প্রায় চার হাজার বাস, মিনিবাস আছে৷ বুধবার প্রায় সব বাস-মিনিবাসই চলাচল করছে বলে জানান খন্দকার এনায়েত উল্লাহ৷ তাঁর কথায়, ঢাকার আশেপাশের জেলায় ঢাকা থেকে বাস,মিনিবাস চলাচল করছে৷ আর সায়েদাবাদ, যাত্রাবাড়ি ও গাবতলী থেকে কিছু দূর পাল্লার বাস বৃহস্পতিবার পুলিশ পাহাড়ায় ছেড়ে গেছে৷
এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক নাহলেও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়ে আসছে৷ শুক্রবার থেকে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ৷
ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, তারা রাজধানীর যানবাহন এবং সড়কের নিরপত্তা বহাল রেখেছেন৷ কাউকে বা কোনো যানবাহনকে চলাচলে বাধা দেয়া বেআইনি৷
গণতন্ত্রের অভিযাত্রার পর, ১লা জানুয়ারি, অর্থাৎ মঙ্গলবার থেকে ৫ই জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে লাগাতার অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপির নেতৃত্বে বিরোধী ১৮ দল৷ মঙ্গলবার ঢাকায় অবরোধের ফলে যানবাহন অনেক কম থাকলেও, বুধবার অবরোধে উল্লেখ করার মতো কোনো প্রভাব পড়েনি ঢাকায়৷