1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

১৮ ডিসেম্বর ২০২৪

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্ট শেষ হতেই অশ্বিন তার অবসরের কথা জানান।

https://p.dw.com/p/4oHiZ
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বল হাতে অশ্বিন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন। ছবি: Getty Images/AFP/P. Parks

ভারত ও অস্ট্রেলিয়ার বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট ড্র হওয়ার পর অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক বৈঠকে আসেন অশ্বিন। তিনি জানান,'' আমার এখানে থাকার কথা নয়। কিন্তু আমি এসেছি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করতে। আমার মধ্যে এখনো কিছুটা ক্রিকেট বেঁচে আছে। সেটা ক্লাবস্তরে খেলে দেখাতে চাই।''

৩৮ বছর বয়সি ক্রিকেটার তার সহ-খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ''বিরাট, রোহিত, রাহানে, পূজারাদের আমি সঙ্গী হিসাবে পেয়েছি। তারা ব্যাটারদের চারপাশে দাঁড়িয়ে প্রচুর ক্যাচ নিয়ে আমাকে প্রভূত সাহায্য করেছেন।''  তবে অশ্বিন কোনো প্রশ্নের জবাব দিতে চাননি।

অশ্বিন আসন্ন আইপিএলে খেলবেন। তিনি চেন্নাই সুপার কিংস দলে আছেন।

তবে এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে দেখা যায়, অশ্বিন ড্রেসিং রুমে বিরাট কোহলির পাশে বসে আছেন। তার চোখে জল। বিরাট তাকে সামলাচ্ছেন। কোচ গৌতম গম্ভীরকেও দেখা যায়, তার কাঁধে হাত রাখতে।

বাংলাদেশের বিরুদ্ধে শতরান করার পর অশ্বিন।
শুধু বল নয়, ব্যাট হাতেও অশ্বিনের সাফল্য কম নয়। ছবি: R.SATISH BABU/AFP

রবিচন্দ্রন অশ্বিন হলেন টেস্ট ক্রিকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বোলারভারতের হয়ে তিনি ১০৫টি টেস্ট খেলেছেন এবং ৫৩৭টি উইকেট নিয়েছেন। এর পাশাপাশি তিন হাজার ৪৭৪ রান করেছেন। তার মধ্যে আছে ছয়টি শতরান এবং ১৪টি অর্ধশতরান। অস্ট্রেলিয়ার গিয়ে মেলবোর্ন টেস্টই তার খেলা শেষ টেস্ট হয়ে থাকলো।

বিসিসিআইয়ের তরফে বলা হয়েছে, অশ্বিন ছিলেন অমূল্য অলরাউন্ডার।

অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, ''অশ্বিন নিজের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সেই সিদ্ধান্তকে সম্মান জানাই। অশ্বিন ছিলেন প্রকৃত ম্যাচ উইনার।''

জিএইচ/এসজি(এপি, রয়টার্স, পিটিআই)