অবিশ্বস্ত গুগল!
২৫ জুন ২০১১গুগল চুপে চুপে এধরনের কাজ করছে কীনা সেটাই এবার তদন্ত করে দেখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এফটিসি৷ ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা দিয়েছে এই খবর৷
গুগল বিরোধী ও সমালোচকরা বলছেন, গুগল এখন আর শুধু সার্চ ইঞ্জিনই নয়৷ দিনে দিনে গুগল তার ব্যবসার পরিধি বাড়িয়েছে৷ অনলাইন ম্যাপিং, শপিং আর ট্রাভেল খাতে গুগলের ব্যবসা রয়েছে৷ ফলে গুগল চাইবে, এই বিষয়গুলো নিয়ে কেউ যদি কিছু খুঁজতে চায়, তাহলে যে সাইটগুলো থেকে গুগল লাভবান হবে বলে মনে করবে, সেগুলোতেই ব্যবহারকারীদের পাঠিয়ে দেবে৷
সমালোচকদের এই অভিযোগ ঠিক কীনা সেটা তদন্ত করবে মার্কিন কর্তৃপক্ষ৷
তবে এই ধরনের তদন্ত গুগলের জন্য নতুন নয়৷ ইউরোপীয় ইউনিয়ন গত নভেম্বর থেকে এ ধরনের একটি তদন্ত শুরু করেছে৷ যুক্তরাষ্ট্রেরই টেক্সাস রাজ্য কর্তৃপক্ষও এরকম তদন্ত করছে বলে জানা গেছে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম