অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদ, বিচারের দাবি
বইমেলা থেকে ২৬শে ফেব্রুয়ারি রাতে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন ব্লগার অভিজিৎ রায়৷ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতকে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়৷
যেখানে হামলার শিকার অভিজিৎ, বন্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ফুটপাথ৷ লেখক, ব্লগার অভিজিৎ রায়ের নিহত হবার এই জায়গাটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ হামলায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন৷
বেঁচে গেছেন বন্যা
হামলার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা৷ দুষ্কৃতিকারীরা তাঁকে কুপিয়ে জখম করলেও প্রাণে বেঁচে যান অ্যামেরিকায় বসবাসকারী এই ব্লগার৷ বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি৷
নির্বাক অজয় রায়
ছেলের মৃত্যুর খবরে নির্বাক নিহত অভিজিৎ রায়ের বাবা অজয় রায়৷ আজয় রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন৷
ভালোবাসার ফুল
লেখক, ব্লগার অভিজিৎ রায়ের রক্তে মাখা ফুটপাথে ভালোবাসার ফুল৷
প্রতীকী প্রতিবাদ
অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি-র সামনের রাজু ভাস্কর্যের চোখগুলো কালো কাপড়ে বেধে দেয়া হয়৷
ছাত্র-শিক্ষকদের মানববন্ধন
লেখক অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী ব্লগার রাফিদা আহমেদ বন্যাকে হত্যা চেষ্টার প্রতিবাদে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন৷
অবস্থান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি-র সামনে সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের অবস্থান কর্মসূচি৷
মানববন্ধন
লেখক, ব্লগার অভিজিৎ রায়ের হত্যার প্রতিবাদে ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চের মানববন্ধন৷