1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভ পেলেন অস্কার অ্যাকাডেমির বিশেষ সম্মান

১৪ নভেম্বর ২০১১

গতকাল লন্ডনে অস্কার অ্যাকাডেমি বিস্বখ্যাত ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভকে বিশেষভাবে সম্মানিত করল৷ তাঁকে নিয়েই আয়োজিত হলো অ্যাকাডেমির রেট্রোস্পেক্টিভ৷ এই সম্মান কোন ব্রিটিশ তারকার ক্ষেত্রে প্রথম৷

https://p.dw.com/p/13AGA
UNICEF goodwill ambassador and British actress Vanessa Redgrave
ইইনিসেফ’এর দূত হিসেবেও সক্রিয় ভেনেসা রেডগ্রেভছবি: AP

স্বনামধন্য রেডগ্রেভ পরিবারের অন্যতম প্রধান সদস্য ভেনেসা রেডগ্রেভ'এর অভিনয় জীবন ৫০ বছরেরও বেশি সময় ধরে ব্যাপৃত - মঞ্চে এবং চলচ্চিত্রে৷ গতকালকের অনুষ্ঠানে তাঁকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন হলিউডের নামী সব তারকা - রেফ ফেইন্স, মেরিল স্ট্রিপ , লিয়াম নিসন এবং জেন ফন্ডা৷

Actress-activist Vanessa Redgrave
গুয়ান্তানামো কারাগারের বিরুদ্ধেও গর্জে উঠেছিলেন ভেনেসাছবি: AP

অভিনেতা জেমস আর্ল জোন্স জানান,‘‘আমি এই অভিনেত্রীকে দারুণ পছন্দ করি৷ আমার স্ত্রীও রেডগ্রেভের এক ফ্যান৷'' জোন্স এবং ভেনেসা রেডগ্রেভ লন্ডনের একটি থিয়েটারে ‘ড্রাইভিং মিস ডেইজি' নাটকে অভিনয় করছেন৷ তিনি আরো জানান,‘‘স্টেজের ভেতর ছাড়াও স্টেজের বাইরেও এই অভিনেত্রীর ভক্ত আমি৷'' জেমস আর্ল জোন্স তাঁর সমগ্র অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে সান্মানিক অস্কার পুরস্কার পেয়েছেন লন্ডনের অনুষ্ঠানে৷

তবে ৭৪ বছর বয়সি অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভের দুর্দান্ত অভিনয়ই ছিল সবার আলোচনার বিষয়৷ তাঁর বাবা, বোন, ভাই এবং দুই কন্যা সবাই অভিনয় করেছেন৷ ভেনেসা রেডগ্রেভ এ পর্যন্ত প্রায় একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন৷ প্রথম অভিনীত ছবি ১৯৫৮ সালের ‘বিহাইন্ড দ্যা মাস্ক'৷ ষাটের দশকে আন্তোনিওনির ‘ব্লো-আপ' ছবি, মিউজিক্যাল 'ক্যামেলট' বা গভীর নাট্যগুণসম্পন্ন ছবি ‘জুলিয়া', ‘সেকেন্ড সার্ভ' তাঁকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়৷ ইউনিসেফের দূত হিসেবেও পরিচিত অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভ৷ সবসময়ই মানবিক নানা কাজে ঝাঁপিয়ে পড়েছেন৷ বলেছেন অকপটে নিজের রাজনৈতিক মতের কথা৷

ছয় বার অস্কার পুরাস্কারের জন্য মনোনয়ন পান ভেনেসা রেডগ্রেভ৷ ১৯৭৭ সালে ‘জুলিয়া' ছবিতে সহ অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের জন্য অস্কার পান ব্রিটিশ অভিনেত্রী ভেনেসা রেডগ্রেভ৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য