অভিবাসন অংশীদারি কেমন সামলাচ্ছে জার্মানি?
১২ ফেব্রুয়ারি ২০২৪এমন বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছে জার্মানি গত কয়েক বছরে৷
জানুয়ারিতে মরক্কোর রাজধানী রাবাত সফরকালে জার্মান অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্ভেনিয়া শুলৎজে মরক্কোর সাথে নতুন সহযোগিতার কথা বলেন৷
কয়েক দিন পর, ৬ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার কাছে নিয়ানিয়াতে একটি অভিবাসী সম্পদ কেন্দ্র উদ্বোধন করেন তিনি৷
গত বছর মে মাসে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস কেনিয়ার সাথে এমনই একটি সহযোগিতা ঘোষণা করেন, যা এই দেশ থেকে দক্ষ কর্মীদের জার্মানি আসতে আকৃষ্ট করবে৷
মরক্কো, নাইজেরিয়া, কেনিয়াসহ এমন অভিবাসন বিষয়ক সহযোগিতার চুক্তি করেছে কলম্বিয়া, ভারত, কিরগিজস্তান, উজবেকিস্তান, জর্জিয়া ও মলডোভার সাথেও৷
ইউরোপিয়ান ইউনিয়ন স্তরে এই ধরনের সহযোগিতা গত ১৫ বছর ধরে চলে আসছে৷ পরিসংখ্যান বলছে, এমন ৫০টি সহযোগিতা চুক্তি ইতিমধ্যে স্বাক্ষরিত হয়েছে৷
কেমন এই সহযোগিতা?
জার্মানির অভিবাসন চুক্তি বিষয়ক বিশেষ কমিশনার ইওয়াখিম স্টাম্পের মতে, ‘‘একটি সার্বিক চিন্তার অংশমাত্র এই অভিবাসন সহযোগিতা চুক্তিগুলি৷ এর ফলে, অনিয়ন্ত্রিত অভিবাসন নিয়ন্ত্রণে ও বৈধপথে অভিবাসন আরো সুনিশ্চিত হবে৷''
শুধু অনিয়ন্ত্রিত অভিবাসন ঠেকানোই নয়, এই ধরনের উদ্যোগের লক্ষ্য সেই অব্যবস্থাকে বৈধ অভিবাসন দিয়ে পূরণ করা৷
বার্লিনের জার্মান ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের বিশেষজ্ঞ স্টেফান আনগেনেন্ডট এই ধরনের উদ্যোগকে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হিসাবে দেখেন৷
ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘এর আগে এমন চুক্তি সাধারণত অকার্যকর ছিল৷ কারণ ২০০৭ থেকে ইইউ এর সকল অভিবাসন সম্পর্কিত প্রকল্প বন্ধ ছিল ও এসবের মূল উদ্দেশ্য ছিল অনিয়ন্ত্রিত অভিবাসন কমানো৷''
চুক্তিতে স্বাক্ষর করা রাষ্ট্রদের উদ্দেশ্য এতে করে উপেক্ষিত হচ্ছিল বলে জানান আনগেনেন্ডট৷
জার্মানিতে আশ্রয়প্রার্থীরা পালাচ্ছে যুদ্ধ থেকে
কাছ থেকে দেখলে বোঝা যাবে যে এই ধরনের অভিবাসন সহযোগিতাগুলি আসলে অভিবাসীদের যাতায়াত কমানোর জন্য তৈরি৷ জার্মানিতে অভিবাসনপ্রত্যাশীর বেশিরভাগই এমন দেশ থেকে আসে যেখানে হয় যুদ্ধ চলছে বা ব্যাপকহারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে৷
একটি বিবৃতিতে স্টাম্প বলেন, ‘‘সিরিয়া বা আফগানিস্তানের মতো দেশের সাথে এমন সহযোগিতায় যেতে পারব না আমরা৷'' বরং তার চেয়ে এই দেশগুলির পার্শ্ববর্তী দেশগুলিকে শরণার্থী ব্যবস্থাপনায় সাহায্য করতে পারবে জার্মানি৷
ইটালি ও আলবেনিয়ার সাথে যে চুক্তি
আলবেনিয়ার সাথে এই বিষয়ে একটি বিতর্কিত চুক্তিতে গেছে ইটালি৷ অভিবাসন সহযোগিতা হিসাবে এটিকে মাঝেমাঝে দেখা হলেও আসলে তা সব শর্ত পূরণ করেনা৷
চুক্তি অনুযায়ী, আলবেনিয়া এই বছরে দুটি এমন কেন্দ্র চালু করবে যেখানে আশ্রয়প্রার্থীদের আবেদন সমন্বিত হবে৷ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে, এই চুক্তি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে৷
জার্মান মন্ত্রী নাইজেরিয়ার শরণার্থী ব্যবস্থাপনা কেন্দ্র উদ্বোধনের সময়ে বলেন, ‘‘অভিবাসন জীবনের সত্য৷ আমাদের এই বিষয়টি এমনভাবে সামলাতে হবে যা সবার জন্য উপযোগী: অভিবাসী, অভিবাসীদের উৎস রাষ্ট্র ও যে সমাজে তারা এসে পৌঁছায়, সবাই৷''
আস্ট্রিড প্রাঙ্গে দে ওলিভেরা/এসএস