1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানি অভিবাসনের দেশ

২৪ জানুয়ারি ২০১৫

জার্মানিতে মোট যতো মানুষ এসেছেন, এবং যতো মানুষ জার্মানি পরিত্যাগ করেছেন, এই দুই মেলালে ২০১৩ সালে জার্মানিতে অভিবাসীদের সংখ্যা ছিল চার লাখ ত্রিশ হাজার৷ অভিবাসীদের ৭৫ ভাগই অপরাপর ইইউ দেশ থেকে আগত৷

https://p.dw.com/p/1EPYZ
Symbolbild Armutsmigration Europa
ছবি: imago/epd

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দেমেজিয়ের বুধবার রিপোর্টটি পেশ করেন: ২০১৩ সালের অভিবাসন রিপোর্ট৷ ফেডারাল পরিসংখ্যান দপ্তরের নথিপত্র অনুযায়ী এই রিপোর্ট৷ ২০১৪ সালে ২০১৩'র সব প্রবণতা বজায় আছে এবং অংশত বৃদ্ধি পেয়েছে, যদিও এই পরিসংখ্যানের স্থান হবে ২০১৪ সালের অভিবাসন রিপোর্টে৷ আপাতত এ টুকু বলা যেতে পারে যে, ২০১৪ সালে জার্মানিতে মোট অভিবাসন ঘটেছে চার লাখ সত্তর হাজার ব্যক্তির৷ ২০১৩'য় এক লাখ ত্রিশ হাজার মানুষ জার্মানিতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন – ২০১৪'য় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দু'লাখে; এদের মধ্যে একটি বৃহৎ অংশ সিরিয়া থেকে আগত শরণার্থী৷

জার্মানিতে গত বিশ বছরে ধরে এই পরিমাণ অভিবাসী আসেননি৷ ২০১২'য় যেখানে দশ লাখ আশি হাজার বহিরাগত জার্মানিতে আসেন, ২০১৩'য় তাদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল বারো লাখ ত্রিশ হাজারে৷ ২০১৩'য় আট লাখ বহিরাগত জার্মানি পরিত্যাগও করেন বটে৷ নয়তো ২০১৩'র নতুন অভিবাসীদের তিন-চতুর্থাংশ এসেছিলেন অপরাপর ইউরোপীয় দেশ থেকে, সংখ্যার বিচারে পর্যায়ক্রমে পোল্যান্ড, রোমানিয়া, ইটালি, বুলগেরিয়া, হাঙ্গেরি, স্পেন এবং গ্রিস থেকে৷

বলতে কি, ২০১৩ সালে যে আট লাখ মানুষ জার্মানি পরিত্যাগ করেছেন, তাদের অধিকাংশ ফেরৎ গেছেন পোল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায়৷ স্বরাষ্ট্রমন্ত্রী নিজে স্বীকার করেছেন যে, প্রতি বছর যে বহিরাগতরা জার্মানিতে আসেন, তাদের ৫০ শতাংশ এক বছরের মধ্যেই আবার জার্মানি পরিত্যাগ করেন৷ সেই সঙ্গে যোগ করা যেতে পারে: বেশ কয়েক বছর ধরে যতো তুর্কি জার্মানিতে আসছেন, তার চেয়ে বেশি সংখ্যক তুর্কি জার্মানি ছেড়ে তুরস্কে প্রত্যাবর্তন করছেন৷ অপরদিকে এ কথাও সত্যি যে, বর্তমানে রাজনৈতিক আশ্রয়প্রার্থীদের ৬০ শতাংশ মুসলিম৷

এসি/এসবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য