ম্যার্কেলের চেয়ে বেশি ভোট পেলেন তারা
২৮ অক্টোবর ২০১৯সাবেক পূর্ব জার্মানির অংশ টুরিঙ্গিয়া রাজ্যে রবিবার অনুষ্ঠিত নির্বাচনে বাম দল সর্বোচ্চ ৩১ শতাংশ ভোট পেয়েছে৷ এর পরে আছে অভিবাসনবিরোধী এএফডি দল৷ তারা পেয়েছে ২৩.৪ শতাংশ ভোট৷ আর চ্যান্সেলর ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ দল ২১.৮ শতাংশ ভোটারের মন জয় করতে পেরেছে৷
২০১৪ সালের রাজ্য নির্বাচনের আগে টানা ২৪ বছর রাজ্য সরকার পরিচালনা করেছে সিডিইউ৷ ২০১৪ সালের নির্বাচনের পর বাম দলের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় যায়৷ কেন্দ্রে মহাজোট সরকারে সিডিইউর সঙ্গী সামাজিক গণতন্ত্রী এসপিডি দল এবং সবুজ দলকে সঙ্গে নিয়ে এতদিন রাজ্য প্রশাসন চালিয়েছে বাম দল৷
তবে রোববারের নির্বাচনে এসপিডি ও সবুজ দলের ভোট কমে যাওয়ায় বাম দলকে এবার নতুন সরকার গঠন করতে আরও একটি দলের সহায়তা নিতে হবে৷
গত সেপ্টেম্বরে পূর্ব জার্মানির আরও দুটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ সেখানেও এএফডির ভোট বেড়েছে৷ সাক্সোনি-আনহাল্ট রাজ্যে ২৭.৫ শতাংশ ভোট পায় এএফডি৷ আর ব্রান্ডেনবুর্গে ২৩.৫ শতাংশ ভোট পায় তারা৷ দুটো রাজ্যেই দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায় অভিবাসন ও মুসলমানবিরোধী এই দলটি৷
টুরিঙ্গিয়া রাজ্যে এএফডির নেতা বিয়র্ন হ্যোকে বিভিন্ন সময়ে দেয়া তাঁর কট্টরপন্থি বক্তব্যের জন্য বিতর্কিত৷ যেমন বার্লিনে হলোকস্ট স্মরণে নির্মিত স্মৃতিসৌধকে একবার তিনি ‘মেমোরিয়াল অফ শেম' বলে আখ্যায়িত করেছিলেন৷ তাঁর এমন সব বক্তব্যের জন্য জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিলেন তিনি৷
টুরিঙ্গিয়ায় এএফডির ভোট বাড়ায় জার্মানির ইহুদি নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন৷
জেডএইচ/কেএম (ডিপিএ, রয়টার্স, এপি)