বিগ বি’র কালো কাঁচের চশমা
২১ জানুয়ারি ২০১২আজ ৬৯ বছর বয়সের বচ্চনকে দেখলে ‘বম্বে টু গোয়া'-র সেই ছোকরা বচ্চনের কথা মনেই পড়বে না৷ অথচ সত্তরের দশকে এই অমিতাভই ছিলেন এক ধরণের ফ্যাশান স্টেটমেন্ট৷ আখাম্বা চেহারা, বেল-বটম প্যান্ট, লম্বা, সুঁচলো কলার দেওয়া শার্ট এবং জ্যাকেট৷ কিন্তু খোদ অমিতাভও তখন ভাবতে পারেননি যে, এ'সবই আবার একদিন ফিরে আসবে৷ কেননা ফ্যাশানের দুনিয়ায় আসলে নতুন বলে কিছু নেই৷ সবই আসে ঘুরে-ফিরে৷
অমিতাভ তাঁর ব্লগে লিখছেন, এ'আমলের কিছু ছেলেছোকরার সঙ্গে কোন এক পার্টিতে বাতচিৎ করছিলেন৷ তারাই জিগ্যেস করে এবং অমিতাভ বলেন, তিনি ‘ডন'-এর সময়কার সব কালো কাঁচের চশমা ফেলে দিয়েছেন৷ শুনে তরুণ প্রজন্মের সে কি হায় হায়! অমিতাভকেই এই মারে আর সেই মারে! আর অমিতাভের নিজের শিক্ষা?
বিগ বি তাঁর ব্লগে লিখছেন: ‘‘লোকে বলে, ফ্যাশান কিছু বছর পর পর ফিরে আসে৷ কাজেই আপনারা সত্তরের দশকের জামাকাপড় যদি কিছু বাঁচিয়ে থাকেন, তাহলে আগামী কয়েক বছরে আপনাদের আর ‘হালফ্যাশানের' জামাকাপড় কিনতে হবে না৷''
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই