অর্থনৈতিক মন্দায় ইউরোপে চলছে কর্মী ছাঁটাই
মন্দার কারণে ইউরোপের অনেক বড় বড় প্রতিষ্ঠানও পড়েছে বিপদে৷ বিপর্যয় সামলাতে বেশির ভাগ কোম্পানি নিয়োগ বন্ধ রেখেছে, পাশাপাশি শুরু করেছে কর্মী ছাঁটাই৷ ছবিঘরে দেখুন বেশ কিছু প্রতিষ্ঠিত কোম্পানির কর্মী ছাঁটাইয়ের চিত্র...
গাড়ি তৈরির কোম্পানি
সুইডেনের এয়ারব্যাগ ও সিটবেল্ট তৈরির কোম্পানি আউটোলিভ আট হাজার কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু করেছে৷ গাড়ির যন্ত্রাংশ সরবরাহের জার্মান কোম্পানি কন্টিনেন্টাল জানিয়েছে, তারা অন্তত ৪৫০ জন কর্মীকে চাকরিচ্যুত করবে ৷ গাড়ি তৈরির প্রতিষ্ঠান স্টেল্যান্টিস তাদের অস্ট্রিয়ার প্ল্যান্টটি বন্ধ করবে, এর ফলে চাকরি হারাবে ৩০০ জন৷ ভলভো গাড়ি কোম্পানিতে গত ৪ মে ১৩০০ কর্মী ছাঁটাই করা হয়৷
খাদ্য ও অন্যান্য ভোগ্যপণ্য প্রতিষ্ঠান
নেদারল্যান্ডসের মদ তৈরির কোম্পানি আনহয়জার-বুশ ইনবেভ কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে বলে জানিয়েছে সিএনএন৷ ফ্রান্সের কাররিফোর ৯৭৯ জন কর্মী ছাঁটাই করছে৷ সায়নোডাইন টুথপেস্ট কোম্পানি ইতিমধ্যে ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশের কার্যালয় থেকে কয়েকশ কর্মী ছাঁটাই শুরু করেছে৷ ব্রিটেনের আসবাবপত্র বিক্রির কোম্পানি উইলকোও অন্তত ১৩০০ কর্মী ছাঁটাই করছে৷
শিল্প ও প্রকৌশল প্রতিষ্ঠান
ব্রিটেনের নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান মার্শালস ২৫০ জন কর্মীকে বিদায় করে লোকবল কমানো শুরু করেছে৷ সুইডেনের পলিমারের পণ্য তৈরির প্রতিষ্ঠান চীনে কর্মরত ৫০০ কর্মী ছাঁটাই করেছে৷ সুইডেনের স্টিল তৈরির কোম্পানি এসএসএবি জানিয়েছে, ফিনল্যান্ডে যে প্ল্যান্ট রয়েছে, সেখানে কর্মীসংখ্যা কমানো হবে৷জার্মানির ব্যাটারি তৈরির কোম্পানি ফার্টা-ও যোগ দিয়েছে এই তালিকায়৷ গত ৩০ জুন ৮৮ জন কর্মী ছাঁটাই করে তারা৷
প্রযুক্তি খাত
ব্রিটেনের সবচেয়ে বড় ব্রডব্যান্ড কোম্পানি বিটি কর্মীসংখ্যা ৫৫হাজার কমানোর ঘোষণা দিয়ছে৷ সুইস সিকিউরিটি গ্রুপ ডোরমাকাবা ৮০০ কর্মী ছাঁটাই করবে৷ ফিনল্যান্ডের টেলিকম কোম্পানি নকিয়া ইতিমধ্যে ২০৮ জন কর্মী ছাঁটাই করেছে৷ ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোন এবং মোবাইল অপারেটর কোম্পানি ভার্জিন মিডিয়া যথাক্রমে ১১ হাজার এবং দুই হাজার কর্মী ছাঁটাই করবে৷
অন্যান্য
ইন্ডাস্ট্রিয়েল গ্যাস কোম্পানি এয়ার লিকুইডে ৪৩০ জন কর্মী ছাঁটাই করছে৷ পোল্যান্ডের বিএনপি পারিবাস ব্যাংক বিদায় করছে ৯০০ জনকে৷ জার্মানির ডয়েচে ব্যাংক জানিয়েছে, কয়েক বছরের মধ্যে তারা ১০% কর্মী ছাঁটাই করবে৷ এছাড়া বিমানের ইঞ্জিন তৈরির ব্রিটিশ কোম্পানি রোলস রয়েস ২৫০০, ফিনল্যান্ডের ফরেস্ট্রি ফার্ম স্টোরা এনসো ১১৫০ এবং সুইজারল্যান্ডের ইউবিএস ব্যাংক ৩০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে৷