1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক গেমস-এর সংখ্যাতত্ত্ব

দেবারতি গুহ২৯ জুলাই ২০০৮

অলিম্পিক গেমস ২০০৮ - এই মহাযজ্ঞের আয়োজনে বেইজিং সহ আরো কয়েকটি আধুনিক শহর এখন পুরোপুরি প্রস্তুত৷ চীনেরা এই অলিম্পিক নিয়ে মগ্ন৷

https://p.dw.com/p/EmAo
চশমাতেও অলিম্পিকছবি: AP

টিভিতে অলিম্পিক, পত্রিকায় বিরাট বিরাট পোস্টার, ছোট-বড় সবার পরনে অলিম্পিকের ছাপ দেওয়া পোষাক৷ চীন সরকার জলের মত টাকা ঢালছে অলিম্পিকের পেছনে, অত্যাধুনিক চীনকে বিশ্ব সমাজে তুলে ধরার জন্য৷ শতাব্দীর ব্যতিক্রমী, জাঁকজমক এক অলিম্পিক বিশ্বকে উপহার দেওয়ার জন্য৷

আর মাত্র কয়েকদিন৷ ৮-ই আগস্ট অলিম্পিকের পর্দা উঠবে চীনে৷ একথা তো সবাই জানে৷ কিন্তু এই উদ্বোধনী দিনটির পিছনে লুকিয়ে থাকা সংখ্যাতত্ত্বের কথা জানেন কি ?

দিন: ৮-৮-০৮ অর্থাত্, ৮-ই আগস্ট, ২০০৮৷

সময়: রাত ৮-টা বেজে ৮ মিনিট, ৮ সেকেন্ড৷

মজার ব্যাপার তাই না ? আসলে চীনেদের জন্য নাকি ৮ আর ৬ সৌভাগ্যের সংখ্যা৷ শোনা যায়, প্রতিবছর চীনের বহু মানুষ ৮৮৮৮ বা ৬৬৬৬ - এই ধরনের লাইসেন্স নম্বর বা টেলিফোন নম্বর পাওয়ার জন্য লক্ষ লক্ষ ইউয়ান খরচ করে৷ তাহলেই দেখুন, কম্যিউনিস্ট চীনেরা নাস্তিক ঠিকই৷ কিন্তু, তারা সংস্কারেও বিশ্বাসী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য