অলিম্পিক
৩১ জুলাই ২০১২আলোচনা চলে পাকা এক ঘণ্টা ধরে৷ ঘটনাটা এই: ম্যাচের শেষ সেকেন্ডে দুই প্রতিপক্ষের তিনটি অ্যাকশন ঘটে৷ প্রথমে হাইডেমান এবং শিনের দু'টি ‘ডাবল টাচ'৷ অতএব তিনি জিতেছেন বলেই শিন ধরে নেন৷ পরে ম্যাচে আরো এক সেকেন্ড যোগ হওয়ায় হাইডেমান তাঁর এপি অর্থাৎ তরোয়ালটি নিয়ে সতেজে এগিয়ে গিয়ে আক্রমণ চালান এবং শিন'কে ছুঁতে সক্ষম হন৷ কাজেই হাইডেমানের জিত হয়৷
কিন্তু ম্যাচটা ছিল সেমিফাইনাল৷ ঐ পরিমাণ উত্তেজনার পর হাইডেমান যে ফাইনালে ইউক্রেনের ইয়ানা শেমিয়াকিনা'র কাছে হারবেন, তাতে আশ্চর্য হবার কিছু নেই৷ অপরদিকে ব্রিটা হাইডেমান এপি'তে চলতি বিশ্ব চ্যাম্পিয়ন৷ চেয়েছিলেন এবারেও সোনা জিততে৷ কাজেই জার্মানির প্রথম মেডেল জেতার পর সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন: মেডেলটা কোথায় রেখেছেন? হাইডেমানের উদাস উত্তর হয়: আছে, ব্যাগে কোনোখানে৷
আরেক বিতর্ক
খেলাধুলায় ডোপিং বস্তুটি যেন ভূত, তাকে দেখা যাক আর না যাক, সবাই যখন-তখন ভূত দেখছে, আর খেলাটির ভূতের বাড়ি বলে নাম খারাপ হচ্ছে৷ নয়তো চীনা ষোড়শী ইয়ে শিওয়েন'এর ৪০০ মিটার একক মেডলে দেখে সারা দুনিয়া ‘এটা কি করে হল? এটা কি করে সম্ভব?' বলে মাথা ঘামাতে শুরু করতো না৷
স্কুলের ছাত্রী ইয়ে মেডলে'র শেষ ১০০ মিটার সাঁতরেছেন ৫৮ দশমিক ৬৮ সেকেন্ডে, যা কিনা মেডলে'তে মার্কিন বিজয়ী রায়ান লটি'র চেয়েও কম সময়ে৷ সোমবার ২০০ মিটার একক মেডলে'র সেমিফাইনালেও ইয়ে ছিলেন সেরা৷ চীনা কর্মকর্তারা বলছেন, চীনের প্রতি অন্যায় সন্দেহ পোষণ করা হচ্ছে৷ বেইজিং'এ মাইকেল ফেল্পস আটবার সোনা জেতার সময় তাঁরা তো কিছু বলেননি৷
জার্মানির ফ্ল্যাগশিপ
জার্মানদের আসল গুণগত উৎকর্ষ দেখতে হলে রোয়িং'এ তাদের মেন্স এইট'কে দেখলেই চলে৷ লম্বা বোটে আট মাল্লা এবং তাদের কক্স৷ নৌকা বাইচে জার্মানরা চিরকালই দড়৷ ২০০৮'এ তাদের প্রিয় ‘ডয়েচলান্ড আখ্টার' বা ‘জার্মানির আট'-এর ভরাডুবির পর থেকে কিন্তু জার্মান মেন্স এইট পর পর ৩৫টি দৌড়ে হারেনি৷ এবারের হিটস'এও অবলীলাক্রমে ক্যানাডা এবং ব্রিটেনের বোটগুলিকে পিছনে ফেলে রেখে জিতেছে জার্মানির আট মাল্লার ছিপনৌকো৷
বুধবারের ফাইনাল সম্পর্কে ব্রিটেন বোটের প্রধান মাল্লা কনস্টানটিন লুলুডিস বলেছেন: ‘‘আমাদের রুপো জেতার ভালো সম্ভাবনা আছে৷'' অর্থাৎ সোনা নিয়ে ভেবে কোনো লাভ নেই, ওটা এবার জার্মান বোটটির বাঁধা৷
এসি / ডিজি (রয়টার্স, এএফপি)