ব্রাজিলে রাজনৈতিক অস্থিরতা
১২ মে ২০১৬বাংলাদেশ-ভারতের মানুষের কাছে রাজনৈতিক নেতাদের দুর্নীতি প্রায় গা-সওয়া বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ কিন্তু ব্রাজিলের মানুষ তাদের দেশে দুর্নীতির মাত্রা সম্পর্কে তিতিবিরক্ত হয়ে উঠেছে৷ ফলে গোটা রাজনৈতিক আঙিনা সম্পর্কে হতাশার সৃষ্টি হয়েছে৷
বর্তমানে প্রেসিডেন্ট ডিলমা রুসেফকে দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে৷ সেনেট সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশ ‘ইমপিচমেন্ট' প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত৷ এই উদ্দেশ্য সফল হলে রুসেফের সঙ্গে সঙ্গে তাঁর বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রায় ১৩ বছরের শাসনপর্বের সমাপ্তি ঘটবে৷ তবে তদন্ত শেষ হতে ৬ মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে৷
রুসেফকে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ বেশ কিছুকাল আগেই শুরু হয়েছে৷ জটিলতায় ভরা এই প্রক্রিয়া সহজ করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ইউরোনিউজ৷
ব্রাজিলের রাজনৈতিক আঙিনায় দুর্নীতি কোনো নতুন বিষয় নয়৷ ডিলমা রুসেফ-ও এক্ষেত্রে একমাত্র দৃষ্টান্ত নয়৷
ব্রাজিলে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও অলিম্পিকের আসরের উপর কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷
এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)