অলিম্পিকের ফ্যাশন: জর্জো আর্মানি’র ড্রেস পরে নামছে ‘আজুরি’ দল
১১ মে ২০১২
ফ্যাশনের প্রাণকেন্দ্র ইটালির মিলান শহর৷ তার ফ্যাশন ডিসট্রিক্টের কেন্দ্রে ৫০টি বিভিন্ন ধরণের জামাকাপড় - জ্যাকেট থেকে শুরু করে পোলো শার্ট - পরিবেশন করলেন জর্জো আর্মানি৷ লন্ডন অলিম্পিকে এ’গুলিতে শোভা পাবে ইটালির ২৮০ জন অ্যাথলিট৷
আর্মানি স্বয়ং পরে ছিলেন তাঁর স্বভাবসিদ্ধ কালো টি-শার্ট, কালো প্যান্ট, পায়ে সাদা টেনিস খেলার জুতো৷ ট্যান করা গায়ের রং, ফিট চেহারা, এই বয়সেও দিনে দেড় ঘণ্টা জিম করে থাকেন ৭৭-বছর-বয়সী জর্জো আর্মানি৷ যুক্তরাষ্ট্রের অলিম্পিক দলের জামাকাপড় ডিজাইন করেছেন ব়্যাল্ফ লরেন; ব্রিটেনের ক্ষেত্রে স্টেলা ম্যাককার্টনি৷ তাদের সঙ্গে আজও টক্কর নেওয়ার ক্ষমতা রাখেন জর্জো৷
ফ্যাশন হল ইটালির জাতীয় পতাকার মতো, সেটাকে খেলাধুলোর সঙ্গে মেলানোটা একটা সুন্দর ধারণা, বলেছেন জর্জো৷ তিনি ইটালির পতাকার সাদা, লাল কি সবুজ খুব বেশি ব্যবহার করেননি৷ এছাড়া ইটালির জাতীয় দলকে লোকে ভালোবেসে বলে ‘আজুরি’, তাদের হাল্কা নীল রঙের পোশাকের জন্য৷ জর্জো কিন্তু তাঁর কলেকশানে গাঢ় নীল ব্যবহার করেছেন৷ তবে জ্যাকেটের লাইনিং’এ আর পোলো শার্টের কলারে ইটালির জাতীয় সংগীতের প্রথম ছত্রটি সোনার অক্ষরে নকশি করা আছে৷
প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (রয়টার্স, এপি)
সম্পাদনা: দেবারতি গুহ