1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দায় বিন লাদেন

২৭ নভেম্বর ২০১২

বিন লাদেন বার বার আসছে খবরে৷ আসছে তাকে হত্যা করার অভিযান নিয়ে তৈরি ছবির কারণে৷ ক'দিন আগে শোরগোল তুলেছিল ‘সিল টিম সিক্স'৷ এবার আসছে ‘জিরো ডার্ক থার্টি'৷ ছবিটি নাকি অস্কারও জিততে পারে!

https://p.dw.com/p/16qYO
ছবি: picture alliance/dpa

‘জিরো ডার্ক থার্টি'-র পরিচালক ক্যাথরিন বিগেলো চার বছর আগেও অস্কার জিতেছেন৷ সেবার এ স্বীকৃতি এনে দিয়েছিল ‘দ্য হার্ট লকার'৷ ‘জিরো ডার্ক থার্টি' নাকি তার চেয়েও ভালো৷

যুক্তরাষ্ট্রের মিডিয়া অন্তত সেরকমই বলছে৷ ছবিটি সে দেশে মুক্তি পাবে আগামী ১৯শে ডিসেম্বর৷ অস্কারের জন্য মনোনীত ছবির নাম ঘোষণা করা হবে তার প্রায় একমাস পর, ২০১৩ সালের ১০ জানুয়ারি, পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে তারও অনেক পরে, ২৪শে ফেব্রুয়ারি৷ অথচ এরই মধ্যে শুরু হয়ে গেছে ‘জিরো ডার্ক থার্টি' নিয়ে মাতামাতি৷ দ্য লস অ্যাঞ্জেলস টাইমস লিখেছে, এটা অস্কারে মনোনয়ন পাবেই৷ বিনোদন জগতের খবরের জন্য বিখ্যাত এই সাপ্তাহিকীটি মনে করে সেরা ছবি তো বটেই, এমনকি সেরা পরিচালক, সেরা চিত্রনাট্যকার এবং সেরা অভিনেত্রীর পুরস্কারও জিতে নিতে পারে লাদেনকে হত্যা করার দৃশ্যবলী তুলে ধরা ছবিটি৷

USA Elitetruppe Navy SEALS Kampftraining Hubschrauber
নেভি সিল বাহিনীর সেই রোমহর্ষক অভিযান আবার চলচ্চিত্রের পর্দায় ফুটে উঠছেছবি: picture alliance/abaca

পরিচালক ক্যাথরিন বিগেলো এবং অভিনেত্রী জেসিকা চ্যাস্টেন – দুজনই অস্কার পুরস্কার বিতরণের অনুষ্ঠান ঘুরে এসেছেন৷ ২০০৮ সালের অনুষ্ঠান থেকে পুরস্কার নিয়েই ফিরেছিলেন বিগেলো৷ তবে চ্যাস্টানকে গত বছর ‘দ্য হেল্প' ছবিতে অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রীর মনোনয়ন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়৷ ‘জিরো ডার্ক থার্টি'-তে সিআইএ-র অ্যানালিস্টের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷

লাদেনকে হত্যা করার অভিযান নিয়ে নির্মিত আরেক ছবি ‘সিল টিম সিক্স : দ্য রেড অন ওসামা বিন লাদেন' নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বেশ তোলপাড় হয়েছে৷ নির্বাচনের মাত্র দুদিন আগে টেলিভিশন প্রিমিয়ার করায় বলা হয়েছিল, ওবামার পক্ষে প্রচার চালানোর জন্যই এমন সময় বেছে নেয়া হয়েছে৷ ছবির শুটিং হয়েছিল ভারতের খোপোলি এবং নিউ মেক্সিকোর সান্তা ফে-তে৷ শুটিংয়ের সময় একবারও জায়গা দুটোতে যাননি ওবামা৷ অথচ ছবিতে ঠিকই আছেন তিনি৷ হোয়াইট হাউসের ওয়েবসাইট থেকে পুরোনো ফুটেজ নিয়ে ঢুকিয়ে দেয়া হয় ছবিতে৷ ‘জিরো ডার্ক থার্টি' সম্পর্কে পরিচালক ক্যাথরিন বিগেলো কিন্তু দারুণ এক তথ্য দিয়েছেন, জানিয়েছেন, ছবি দেখে নাকি মনে হবে লাদেনকে হত্যা করার সময় ক্যামেরা অ্যাবোটাবাদের সেই বাড়িতেই ছিল৷ সেই বাড়ির কার্পেট, আসবাবপত্র এমনকি রক্তমাখা দেয়ালও দেখা যাবে ছবিতে৷ শুটিং অবশ্য অ্যাবোটাবাদে হয়নি৷ এনবিসি নিউজের ফুটেজ থেকে নিয়ে খুব কায়দা করে ব্যবহার করা হয়েছে ছবিতে৷

এসিবি/এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য