অস্কার মনোনয়নের দৌড়ে ‘হিউগো’ ও ‘দ্য আর্টিস্ট’
২৪ জানুয়ারি ২০১২প্রযুক্তি নির্ভর ত্রিমাত্রিক চলচ্চিত্রের এই যুগেও যে সাদা-কালো নির্বাক একটি ছবিকে ঘিরে এত উৎসাহ উদ্দীপনা দেখা যেতে পারে, তা বিশ্বাস করা কঠিন৷ ‘দ্য আর্টিস্ট' গত দুই মাসে ‘গোল্ডেন গ্লোব' সহ বেশ কয়েকটি পুরস্কার জিতে নিয়েছে৷ এবার হলিউডের সেরা পুরস্কার – অস্কার'এর দৌড়েও ১০টি ক্ষেত্রে মনোনয়ন পেল এই ছবি৷ স্টিভেন স্পিলবার্গ'এর ‘ওয়ার হর্স' এবং ব্র্যাড পিট অভিনীত ‘মানিবল' পেয়েছে ৬টি করে মনোনয়ন৷ তবে মনোনয়নের সংখ্যার বিচারে ‘হিউগো' সামান্য এগিয়ে থাকলেও ক্যাটেগরির মানের বিচারে ‘দ্য আর্টিস্ট’ অবশ্যই আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে৷ আগামী মাসে অস্কার'এর অনুষ্ঠানে সেরা ছবির শিরোপা জেতার স্বপ্ন দেখছেন ‘দ্য আর্টিস্ট'এর কলাকুশলীরা৷ মনে রাখতে হবে, গত আট দশকে কোনো নির্বাক ছবিই অ্যাকাডেমি পুরস্কারের মনোনয়ন পায় নি৷
তবে অস্কার পাওয়া মোটেই অত সহজ নয়৷ উচ্চ মানের বেশ কয়েকটি ছবির সঙ্গে প্রতিযোগিতার লড়াইয়ে নেমে শেষ পর্যন্ত টিকে থাকাই কঠিন৷ শুধু মনোনয়ন পেয়েই সন্তুষ্ট থাকতে হয় অনেককেই৷ জর্জ ক্লুনি অভিনীত ‘দ্য ডিসেনডেন্টস', উডি অ্যালেন'এর বিরল বাণিজ্যিক ছবি ‘মিডনাইট ইন প্যারিস', অ্যামেরিকার নাগরিক অধিকার আন্দোলন সংক্রান্ত ছবি ‘দ্য হেল্প’এর মকো আকর্ষণীয় ছবিও অস্কারের দৌড়ে স্থান পেয়েছে৷ অতএব হাড্ডাহাড্ডি লড়াই অবশ্যম্ভাবী৷
‘দ্য আর্টিস্ট' ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা হলিউডের জগতে মোটেই পরিচিত নন৷ পরিচালক মিশেল আসানাভিসিয়ুস এমনকি নিজের দেশ ফ্রান্সেও তেমন খ্যাতিমান নন৷ প্রধান অভিনেতা জঁ দুজারদ্যাঁ সেরা অভিনেতার পুরস্কার পেতে পারেন বলেও অনেকে মনে করছেন৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক