অস্ট্রিয়ার যা কিছু মুগ্ধ করে
ভিয়েনা, ওয়াইন এবং অসাধারণ সব দৃশ্য৷ একশ’ বছর আগে নিজেদের প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা দিয়েছিল অস্ট্রিয়া৷ চলুন দেশটি সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই৷
অসাধারণ প্রকৃতির দেশ অস্ট্রিয়া
বার্গেনল্যান্ড থেকে লেক কন্সটান্সের মধ্যকার দেশটির নয়টি রাজ্যে ৮ দশমিক আট মিলিয়ন মানুষের বসবাস৷ দেশটির অধিকাংশ অংশই আসলে পাহাড়ি অঞ্চল৷ ছবিটি অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের ফোরার্লব্যার্গ রাজ্য থেকে তোলা৷
রাজধানী ভিয়েনা
ভিয়েনায় শ্যোনবর্ন প্যালেসের মতো অস্ট্রিয়ান এম্পায়ারের আর কোনো বড় প্রতীক নেই৷ ১৯১৮ সাল অবধি এটা ছিল হাবর্সবর্গ শাসকদের গ্রীষ্মকালীন আবাস৷ পরবর্তীতে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো৷ বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন৷
ওয়াইনপ্রেমীরা গ্রীষ্মে যেখানে ছুটে যান
গ্রীষ্মে ভিয়েনার বাসিন্দারা শহরের বাইরে দেশটির সবুজ গ্রামাঞ্চলে ছুটে যান৷ লোয়ার অস্ট্রিয়ার ভাইনফিয়ার্টেল ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত৷ অনেকেই এই অঞ্চলে যান সরাসরি ওয়াইন উৎপাদকদের কাছ থেকে ওয়াইন পানের আশায়৷
‘লেক অব লাভ’
অস্ট্রিয়ার সবচেয়ে নিম্নাঞ্চল হচ্ছে বার্গেনল্যান্ড৷ সেখানে লেক নয়েসিডলের অবস্থান, যেখানে দুর্লভ সব পাখির দেখা মেলে৷ এলাকাটি বিশ্বের সবচেয়ে শান্ত ইলেক্ট্রো-পপ উৎসব ‘লেক অফ লাভ’- এর জন্যও বিখ্যাত৷ সেই উৎসবের সংগীত সবাই একত্রে শুনলেও কানে পৌঁছায় আলাদা আলাদা হেডফোনে৷ ফলে শান্ত না হয়ে উপায় কী বলুন৷
যেখানে সবাই শুধু ছবি তোলে
একসময় লবনের জন্য বিখ্যাত আপার অস্ট্রিয়ার হালস্টাট এখন অধিকাংশ সময় পর্যটকে পূর্ণ থাকে৷ বিশেষ করে চীনা নববিবাহিতরা কোনো এক বিশেষ কারণে এই এলাকা ভ্রমণ করেন৷
মোসার্ট আর সংগীতের শহর সালৎসবুর্গ
অস্ট্রিয়া ভ্রমণে গেলে সালৎসবুর্গকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই৷ সালৎসবুর্গের বাৎসরিক উৎসবে অংশ নেন অনেকে৷ তবে কেউ যদি সেই উৎসবে অংশ নেয়ার সুযোগ না পান, তবুও সালৎসবুর্গ ভ্রমণ মন্দ হবার কারণ নেই৷ এই শহরেই জন্মেছেন প্রখ্যাত সংগীত স্রষ্টা ভল্ফগাং আমাডেয়ুস মোৎসার্ট৷
আর হ্যাঁ, হাইকিংয়ের স্বর্গ
হাইকিংয় প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য অস্ট্রিয়া৷ দেশটির বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মে হাইকিংয়ের সময় স্থানীয় খাবারের স্বাদ নেয়ার পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যগত বিষয়াদি জানার বিষয় আছে৷ তবে ছবি তুলতে ভালোবাসেন যারা, তারা দয়া করে ক্যামেরার জন্য বাড়তি ব্যাটারি নিতে ভুলবেন না৷ সেখানকার ল্যান্ডস্কেপ এত সুন্দর যে ছবি তুলে শেষ করা দায়৷