1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ার গরু ধারণার চেয়েও বেশি পরিবেশবান্ধব!

২৯ মে ২০১১

কার্বন-ডাই-অক্সাইড পরিবেশের জন্য ক্ষতিকর - এটা সবাই জানে৷ কিন্তু তার চেয়েও ২০ গুন ক্ষতিকর গ্যাস হলো মিথেন৷ জাবর কাটে এমন প্রাণী যেমন গরু, ভেড়া ঢেকুর তোলার সময় এই মিথেন গ্যাসই বাতাসে ছেড়ে দেয়৷

https://p.dw.com/p/11Q2U
Titel: Pie Noir Cow Untertitel: Pie Noir cows are the pride of Brittany's dairy industry Datum: November 04, 2010, Stichwörte: cow, France, Brittany, Pie Noir, Salone del Gusto
ছবি: Slow Food Association

সে হিসেবে এসব প্রাণীও পরিবেশের ক্ষতি করছে বলা যায়৷

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডে যে পরিমাণ গ্রিন হাউস গ্যাস নির্গত হয় তার অর্ধেকের জন্যই দায়ী কৃষি৷ আর এর একটা বড় অংশ করে থাকে গরু ও ভেড়া৷ একটি গরু বছরে গড়ে দেড় টন গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে পারে বলে জানা যায়৷

তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সে দেশের উত্তরাঞ্চলের গবাদিপশুগুলো ঢেকুর তোলার সময় ধারণার চেয়েও এক তৃতীয়াংশ কম মিথেন গ্যাস নির্গমন করে থাকে৷ এর মানে হলো সত্যিকার অর্থে এই গরুগুলো পরিবেশবান্ধব৷

গবেষণার পরিসংখ্যান যদি সত্যি হয়ে থাকে তাহলে বলা যায়, ধারণার চেয়েও প্রায় সাড়ে সাত মিলিয়ন টন কম ক্ষতিকর গ্যাস বাতাসে ছড়াচ্ছে৷ কয়লাচালিত একটি বড় ধরণের বিদ্যুৎকেন্দ্র থেকে সাধারণত এই পরিমাণ গ্যাস নির্গত হয়ে থাকে৷

বিজ্ঞানীরা বলছেন গবাদিপশুর খাবারে পরিবর্তন এনে বাতাসে ক্ষতিকর মিথেন ছড়ানোর পরিমাণ কমানো যেতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম