1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ট্রেলিয়ায় বাচ্চাদের ফাইজারের টিকা

২৩ জুলাই ২০২১

অস্ট্রেলিয়ায় ১২ থেকে ১৫ বছর বয়সিদেরও ফাইজারের টিকা দেয়ার সিদ্ধান্ত নিল সরকার।

https://p.dw.com/p/3xu0m
অস্ট্রেলিয়ায় মাত্র ১৫ শতাংশ মানুষ টিকার দুইটি ডোজ পেয়েছেন। ছবি: Xue Bai/ Xinhua News Agency/picture alliance

অস্ট্রেলিয়ায় ১৬ বছর ও তার বেশি বয়সিদের আগেই ফাইজারের টিকা দেয়া হচ্ছিল। এবার ১২ থেকে ১৫ বছর বয়সিদেরও তা দেয়ার সিদ্ধান্ত নিল সরকার। সেদেশের ড্রাগ রেগুলেটর জানিয়েছে, ফাইজারের টিকা বাচ্চাদের দেয়া যেতে পারে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, সব দিক ভালো করে বিচার করেই রেগুলেটর এই সিদ্ধান্ত নিয়েছে। সরকার এবার জানাবে, কাদের অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেয়া হবে। এমনিতে করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। কিন্তু টিকা নিয়ে তাদের প্রচুর সমালোচনা হয়েছে। এখনো পর্যন্ত মাত্র ১৫ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন। এখনো দেশের অর্ধেক মানুষ কড়া লকডাউনের মধ্যে আছেন। কারণ, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়ায় করোনার সংক্রমণ বাড়ছে।

তবে ভিক্টোরিয়ার পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে। শুক্রবার সেখানে ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগের দিন হয়েছিলেন ২৬ জন।

তবে অস্ট্রেলিয়ায় করোনা কিছুটা বাড়ায় নিউজিল্যান্ড তাদের সঙ্গে অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ করে দিয়েছে।

ডেলটা ভ্যারিয়েন্ট ও করোনা টিকা

দক্ষিণ কোরিয়ায় কড়া ব্যবস্থা

দক্ষিণ কোরিয়ায় সামাজিক দূরত্বের বিধি আরো দুই সপ্তাহ বাড়ানো হয়েছে। গ্রেটার সিওল এলাকায় করোনার বাড়াবাড়ি রুখতে কড়া ব্যবস্থা নেয়া হয়েছে। এখানে সম্প্রতি করোনার প্রকোপ খুবই বেড়েছে। ৮ অগাস্ট পর্যন্ত সিওলে তিনজনের বেশি জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যুক্তরাজ্যের অবস্থা

যুক্তরাজ্যে এখন করোনার বিধিনিষেধ কার্যত তুলে নেয়া হয়েছে। তারপরেই কয়েক হাজার মানুষ একটি মিউজিক ফেস্টিভালে যোগ দিয়েছিলেন। চারদিনের এই ফেস্টিভালে ৪০ হাজার মানুষ আসবেন বলে কর্মকর্তাদের হিসাব। বিশেষজ্ঞদের বক্তব্য, লকডাউন উঠে যাওয়ায় যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে।

জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফপি)