1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাটলান্টিকের পাড়ে ধেয়ে আসবে আরও নয়টি হারিকেন

৫ আগস্ট ২০১০

জলবায়ু পরিবর্তনের কারণে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় আঘাত হানছে আমাদের এই পৃথিবীতে৷ মার্কিন বিজ্ঞানীরা জানিয়েছেন নভেম্বরের মধ্যে আরও নয়টি বড় আকারের ঘূর্ণিঝড় আঘাত হানবে অ্যাটলান্টিকের পাড়ে৷

https://p.dw.com/p/OcHo
Hurricane Ike, অ্যাটলান্টিক, নয়টি, হারিকেন, জলবায়ু পরিবর্তন, ইউনিভার্সিটি, বিজ্ঞানী
হারিকেনের স্যাটেলাইট ছবিছবি: AP

কলোরাডো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক গবেষণা শেষে এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন৷ তাঁরা জানিয়েছেন, আগামী নভেম্বরের মধ্যেই আরও নয়টি হারিকেন ধেয়ে আসবে উপকূলের দিকে৷ এর মধ্যে পাঁচটি হবে অত্যন্ত শক্তিশালী৷ উল্লেখ্য, জুন থেকে নভেম্বর এই সময়টাতে অ্যাটলান্টিক অত্যন্ত অশান্ত থাকে৷ কলোরাডো স্টেট ইউনিভার্সিটির দুই বিজ্ঞানী ফিলিপ ক্লোটজবাখ এবং উইলিয়াম গ্রে এর আগে জানিয়েছিলেন যে নভেম্বরের মধ্যেই এই বছর অন্তত ১৮টি ঘূর্নিঝড় আঘাত হানবে যার মধ্যে ১০টি হারিকেনে রূপ নেবে৷ তাদের আশঙ্কা সত্যি করে জুন থেকে আগস্ট মাসের মধ্যে তিনটি মৌসুমী ঘূর্ণিঝড় দেখা গেছে৷ এর মধ্যে ঘূর্ণিঝড় অ্যালেক্স ছিল অত্যন্ত শক্তিশালী৷ এর গতিবেগ ছিল ঘণ্টায় দেড়শ কিলোমিটার৷ গত ১ জুলাই মেক্সিকোর পূর্ব উপকূলে আঘাত হানে এটি৷

বিজ্ঞানীরা জানিয়েছেন, বাকি থাকা আরও নয়টি হারিকেনের অন্তত পাঁচটি হবে এই ধরণের কিংবা এর চেয়েও ভয়াবহ৷ এদের গতিবেগ ঘণ্টায় ১৭৮ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা৷ বিজ্ঞানীরা দেখছেন এই বছর অস্বাভাবিক ভাবেই লা নিনা সক্রিয় হয়ে উঠছে৷ ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তাপমাত্রা কমে যাচ্ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে অ্যাটলান্টিক মহাসাগরের তাপমাত্রা৷ বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, এই বছর যুক্তরাষ্ট্রের উপকূলে তিন থেকে চার মাত্রার হারিকেন আঘাত হানতে যাচ্ছে৷ উল্লেখ্য, তিন মাত্রার হারিকেন বলা হয় যেগুলোর ক্ষতির মাত্রা হয় অত্যন্ত ধ্বংসাত্মক৷ আর চার ও পাঁচ মাত্রার হারিকেন বলা হয় যেগুলোর ক্ষতির পরিমাণ হয় আরও ভয়াবহ ও বিপর্যয়মূলক৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই