অ্যামাজনকে টেক্কা দিতে চান আম্বানি
৩ জানুয়ারি ২০২০ভারতে টেলিকম ব্যবসায় সাফল্যের পর এবার ই-কমার্সের ব্যবসায় পা বাড়িয়েছে রিলায়েন্স৷ আম্বানির ব্যবসা সাম্রাজ্যের দুই সংযোজন রিলায়েন্স রিটেল ও রিলায়েন্স জিও সম্প্রতি কাস্টমারদের তাদের নতুন অনলাইন মার্কেটপ্লেস জিওমার্টের সেবা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে৷
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের তিনটি এলাকায় পাইলট আকারে আপাতত এই সেবা চালু করা হয়েছে৷ আস্তে আস্তে পুরো ভারতে তা ছড়িয়ে দেয়া হবে বলে জানিয়েছে রিলায়েন্স৷
প্লাটফর্মটি সরাসরি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে না, কাজ করে মার্কেটপ্লেস হিসেবে, যেখানে ব্যবসায়ীরা তাদের পণ্যের ক্রেতা খুঁজে পান এবং ক্রেতারা খুঁজে পান তাদের প্রয়োজনীয় পণ্য৷ এখন পর্যন্ত ৫০ হাজার পণ্যের একটি তালিকা সরবরাহ করেছে জিওমার্ট৷ অ্যাপের মাধ্যমে এই পণ্য অর্ডার করলে তা বিনা খরচে অতি দ্রুত ক্রেতার দরজায় পৌঁছে দেবে তারা৷
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রধান আম্বানির সম্পদের পরিমাণ ৬০.৭ বিলিয়ন ডলার বা চার লাখ ৮৫ হাজার ৬০০ কোটি টাকা৷ তিনি এশিয়ার সেরা ও পৃথিবীর ১২তম ধনী ব্যক্তি৷
ভারতের অনলাইনে কেনাকাটা এখন খুব জনপ্রিয়৷ ২০২৭ সাল নাগাদ এই বাজারের আকার দুইশ' বিলিয়ন ডলার বা এক লাখ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে৷ এখন এই বাজারের ৭৫ ভাগ নিয়ন্ত্রণ করে দুই গ্লোবাল জায়ান্ট অ্যামাজন ও ফ্লিপকার্ট৷ অ্যামাজন এরই মধ্যে চার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে ভারতের বাজারে৷
এদের টেক্কা দিতেই বাজারে এসেছে আম্বানির জিওমার্ট৷
শ্রীনিবাস মজুমদারু/জেডএ